জুন ১৭, ২০২৫, ৫:২৬ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ২৩৯১৮৪ ১৯ বার দেখেছে

শামীম ওসমানের দাবি মেট্টো রেল, প্রধানমন্ত্রী দিলেন ৩টি

সবারকন্ঠ
  • আপডেট : জানুয়ারি, ৪, ২০২৪, ১০:১৩ অপরাহ্ণ
  • ২৮৫ ১৯ বার দেখেছে
শামীম ওসমানের দাবি মেট্টো রেল, প্রধানমন্ত্রী দিলেন ৩টি

এবার নারায়ণগঞ্জের উপর দিয়ে ৩ টি মেট্টো রেল নির্মানের পরিকল্পনার কথা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

 

তাঁর মতে, নারায়ণগঞ্জ হবে স্মার্ট সিটি।

 

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের শেষ জনসভায় বৃহস্পতিবার (৪ জানুয়ারি) বিকালে কথা গুলো বলেন তিনি। নারায়ণগঞ্জের একেএম শামসুজ্জোহা ক্রীড়া কমপ্লেক্স মাঠে সভাটিতে আয়োজন করা হয়।

 

এর আগে প্রধানমন্ত্রীর উদ্দেশ্যে বক্তব্য দিতে গিয়ে মেট্টো রেলের দাবি করেন একেএম শামীম ওসমান ।

 

সভায় প্রধানমন্ত্রী বলেন, আমরা ঢাকায় মেট্টো রেল চালু করেছি, ঢাকার সাথে নারায়ণগঞ্জকে সংযুক্ত করতে ৩ টি মেট্টো রেল নির্মানের পরিকল্পনা রয়েছে। এ গুলোর মধ্যে এমআরটি লাইন-১, এমআরটি লাইন-২, এমএরটি লাইন-৪ রয়েছে।

 

জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাইয়ের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু হাসনাতের সঞ্চালনায় জনসভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর আগে বক্তব্য দেন যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, নারায়ণগঞ্জ-৪ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য শামীম ওসমান, নারায়ণগঞ্জ-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক, নারায়ণগঞ্জ-২ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সংসদ সদস্য নজরুল ইসলাম প্রমুখ।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress