জুন ১৭, ২০২৫, ৪:০০ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ২৩৯০৪৪ ১৯ বার দেখেছে

শামীম ওসমানের উঠান বৈঠকে ঢিল, নারী রক্তাক্ত

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট : ডিসেম্বর, ২৫, ২০২৩, ৮:৪৬ অপরাহ্ণ
  • ২২২ ১৯ বার দেখেছে
শামীম ওসমানের উঠান বৈঠকে ঢিল, নারী রক্তাক্ত

নারায়ণগঞ্জ- ৪ আসনের নৌকার প্রার্থী ও সংসদ সদস্য এ কে এম শামীম ওসমানের নির্বাচনী প্রচারণায় বক্তব্য দেয়ার সময়ে ঢিল ছুড়ে মারা হয়েছে। এতে এক নারী রক্তাক্ত জখম হয়েছে।

 

সোমবার (২৫ ডিসেম্বর) বিকেলে ফতুলা পিলকুনি পাঁচ তলা এলাকায় নির্বাচনী উঠান বৈঠকে এ ঘটনা ঘটে।

 

আহত ওই নারীর নাম লিপি বেগম । তবে তাৎক্ষণিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি।

 

সরেজমিনে দেখা যায়, উঠান বৈঠকে এমপি শামীম ওসমান বক্তব্য রাখেন। এ সময় বক্তব্য চলাকালে দুটি ঢিল ছুড়ে মারা হয়। এতে ওই সভায় উপস্থিত এক নারীর মাথা ফেটে রক্তাক্ত হন। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে চিকিৎসা দেয়া হয়। এছাড়া আনন্দ টিভির ক্যামেরা পারসন সাব্বিরের শরীরে আরেকটি ঢিল পড়েছে।

 

এ সময় শামীম ওসমান রাগান্বিত স্বরে বললেন, দুটি ঢিল পড়েছে। আমার প্রোগ্রামে ঢিল ছুড়ে মেরেছে, কে মেরেছে বের হয়ে যাবে। এক বোন আমার নির্বাচনী প্রচারণায় এসে আহত হয়েছেন, অনেক কষ্টে মেজাজ ধরে রেখেছি।

 

এই ঘটনার কিছুক্ষণ পরে জানতে পারে কোনো এক ছোট বাচ্চা দুষ্টুমি করে ঢিল ছুড়ে মেরেছে। পরে উপস্থিত সবাই শান্ত হন।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress