ফেব্রুয়ারী ১০, ২০২৫, ৪:০০ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১৩৪০৫৮ ১৯ বার দেখেছে

শবনম ফারিয়া যা বললেন ইভ্যালি ছাড়ার বিষয়ে

বিশেষ সংবাদদাতা
  • আপডেট : সেপ্টেম্বর, ১৭, ২০২১, ৫:৫৭ অপরাহ্ণ
  • ৩৪৩ ১৯ বার দেখেছে
শবনম ফারিয়া যা বললেন ইভ্যালি ছাড়ার বিষয়ে
ফাইল ছবি

 

জনপ্রিয় কণ্ঠশিল্পী ও অভিনেতা তাহসান খান ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির শুভেচ্ছাদূত হিসেবে যুক্ত হয়েছিলেন । আর প্রতিষ্ঠানটির প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে যোগ দিয়েছিলেন অভিনেত্রী শবনম ফারিয়া।

 

এখন এই মুহূর্তে তাদের কেউ আর ইভ্যালির সঙ্গে নেই। দু’জনই প্রতিষ্ঠানটি থেকে নিজেদের সরিয়ে এনেছেন।

 

ইভ্যালির সঙ্গে চুক্তি বাতিল করেছেন জানিয়ে তথ্য নিশ্চিত করেছেন তাহসান।

 

চলতি বছরের মার্চ মাসে ‘ফেস অব ইভ্যালি’ হিসেবে প্রতিষ্ঠানটিতে যোগ দেন তাহসান। এরপর ১৫ মে তাদের একটি বিশেষ ফেসবুক লাইভে অংশ নেন তিনি। যেখানে অংশ নিয়েছিলেন তাহসানের সাবেক স্ত্রী, অভিনেত্রী-গায়িকা মিথিলাও।

 

প্রায় ৪ মাস আগেই তাহসান ইভ্যালির সঙ্গে চুক্তি বাতিল করেন । এখন আর প্রতিষ্ঠানটির সঙ্গে তিনি নেই। ক্রেতাদের পণ্য ডেলিভারি না দেওয়ার বিতর্ক বাজারে ছড়িয়ে পড়লে মে মাসে ইভ্যালির সঙ্গে চুক্তি বাতিল করেন এই সঙ্গীত তারকা। চুক্তির সময় কিছু টাকা পেলেও পরবর্তী দুই মাসে প্রতিষ্ঠানটি থেকে কোনো অর্থ পাননি তিনি।

 

এদিকে অভিনেত্রী শবনম ফারিয়া প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে ইভ্যালিতে যোগ দেন তিন মাস আগে। কিন্তু এই তিন মাসে তিনি প্রতিষ্ঠানটির কাছ থেকে এক টাকাও পাননি বলে অভিযোগ তার।

 

প্রায় এক মাস আগে তিনি ইভ্যালি থেকে পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন এ অভিনেত্রী।

 

শবনম ফারিয়া বলেন, ‘প্রধান জনসংযোগ কর্মকর্তা হিসেবে নিয়োগ পাওয়ার পর অফিসিয়ালি তিন মাস কাজ করলেও কোনো বেতন আমি পাইনি। আমি যোগদানের পর থেকেই জানতে পারি ভেতরে বেতন নিয়ে সমস্যা চলছিল। তাই তিন মাস কাজের পরই আগস্টের শেষ সপ্তাহে আমি চাকরি ছেড়ে চলে আসি।’

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress