চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার পদুয়া ইউনিয়নের বেপারীপাড়ার মৃত জালাল আহমদের পুত্র ব্যবসায়ী মোঃ সরোয়ার কামাল (৩৩) অপহরন হয়েছেন গত ২৯ মে ২০২১আজ অবদি তাহার সন্ধান মেলেনি।
কামালের দ্বিতীয় স্ত্রী নুরুন্নাহার বেগম বলেন, আমার স্বামী গত ২৯ মে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে পদুয়া তেওয়ারিখিল নিজ মুরগির ফার্ম থেকে সিএনজিচালিত অটোরিকশা করে যাওয়ার কথা ছিলো। এর পর থেকে এখনো কোনো খোজ পাওয়া যাইনি এই বিষয়ে তিনি আরো বলেন আমরা চতুর্দিকে অনেক খোঁজাখুঁজি করার পর নিরুপায় হয়ে আমার দেবর আমার স্বামির সত ভাই মোহাম্মদ নাজিম উদ্দীনকে নিয়ে লোহাগাড়া থানায় জিডি করতে গেলে আমার স্বামির অপহরনের দুশ্চিন্তা মনমানসিকতার সুযোগে আমার দেবর নাজিম উদ্দীন থানায় মামলা অথবা জিডি না করে কয়েকদিন অপেক্ষার পরামর্শ দেন ।
আমি বুঝে উঠতে পারিনি আমার স্বামী অপেক্ষার পরামর্শ কাল হয়ে দাঁড়াবে পরবর্তীতে জানা যায় আমার দেবর নাজিমুদ্দিন এবং আমার স্বামীর প্রথম স্ত্রী রাশেদা বেগম বাদী হয়ে আমাকে এবং আমার বড় ছেলে অস্টম শ্রেনিতে পড়ুয়া ছাত্র মোঃ সজিব (১৫) কে আমার স্বামীর অপহরণের ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা ফাঁসিয়ে দেন এমতাবস্থায় আমি এবং আমার পরিবারের ৩ ছেলে ২ মেয়েকে নিয়ে স্বামীহারা অবস্থায় কঠিন অভাব অনাচারে আমার দেবর নাজিম উদ্দিন এবং রাশেদা বেগম এর কঠিন হুমকির মধ্যেদিয়ে নিরাপত্তাহীনতায় দিন কাটছে আমি অবিলম্বে লোহাগাড়ার মানবতাবাদি ভাই বিভিন্ন পত্রিকা ও মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ লোহাগাড়া থানা প্রশাসনের প্রতি আকুল আবেদন আমার স্বামী ব্যবসায়ী মোঃ সরোয়ার কামাল এর দ্রুত সন্ধান দিন।