রূপগঞ্জে ডিবি পুলিশের বিশেষ অভিযান ১৮০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতরা হলো- নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার চর কামালদী গ্রামের মো. নুরে আলমের ছেলে মো. শরীফ (২৮), ও একই থানার কলতাপাড়া গ্রামের মো. শহীদুল্লার ছেলে আলগীর (৩৫)। গত সোমবার সকাল সোয়া ১০টার দিকে রূপগঞ্জ থানার কালনী বাজারস্থ বাবুলের চায়ের দোকানের সামনে হইতে ওই ফেন্সিডিলসহ তাদের গ্রেপ্তার করা হয়। এসময় মাদক সরবারহের কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।
পরে ডিবি পুলিশ তাদের বিরুদ্ধে মাদক মামলা দিয়ে আদালতে প্রেরণ করেন।