fbpx
২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, রাত ৮:৪০

রূপগঞ্জে হত্যা চেষ্টা মামলায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার

নিজেস্ব প্রতিবেদক
  • আপডেট : আগস্ট, ২১, ২০২২, ৭:৫২ অপরাহ্ণ
  • ১১৬ ০৯ বার দেখা হয়েছে
রূপগঞ্জে হত্যা চেষ্টা মামলায় কিশোর গ্যাংয়ের ২ সদস্য গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে র‌্যাব-১১’র অভিযানে একটি হত্যা চেষ্টা মামলায় দেশীয় অস্ত্র একটি চাইনিজ কুড়ালসহ কিশোর গাংয়ের দুই সদস্য গ্রেফতার।

 

রোববার (২১ আগস্ট) দুপুরে র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু এ তথ্য নিশ্চিত করেন। গ্রেফতারকৃতরা হলো- রূপগঞ্জের মর্তুজাবাদের বিল্লাল হোসেনের ছেলে আরিয়ান (২৩)ও  টেলাপাড়ার আবুল খানের ছেলে হাসান মিয়া (২৬)।

 

র‌্যাব ১১ এর এএসপি মো. রিজওয়ান সাঈদ জিকু জানান, ২০ আগস্ট দিনগত রাতে রূপগঞ্জের ছোনাব তাঁত বোর্ড এলাকায় অভিযান পরিচালনা করে ওই দু’জনকে দেশীয় অস্ত্রসহ গ্রেফতার করা হয়। গত ৩১ জুলাই রূপগঞ্জ থানাধীন নাহাটি এলাকায় মো. রাজুকে (২৭) দলীয় বিরোধের জের ধরে চাইনিজ কুড়ালসহ অন্যান্য দেশীয় অস্ত্র দিয়ে খুন করার উদ্দেশ্যে কুপিয়ে মারাত্মকভাবে জখম করে তারা। সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বর্ণিত আলামতসহ হত্যা চেষ্টা মামলায় অভিযুক্ত ব্যক্তিদের গ্রেফতার কারা হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell