রূপগঞ্জে ট্রাক (ঢাকা মেট্টো-ট-১১-৪৫৫৫) ও প্রাইভেটকার (ঢাকা-মেট্টো-গ-২৫-৪৩০৭) সংঘর্ষে জহির (৩৫) নামের এক বিদেশগামী যাত্রী নিহত হয়েছেন। এ সময় অপর এক বিদেশ যাত্রীসহ আরও ৪ জন আহত হয়েছেন।
নিহত জহির চাঁদপুর জেলার মতলব দক্ষিণ উপজেলার গোবিন্দপুর এলাকার মৃত মুসলিম খানের ছেলে। আহতরা হলেন- নিহত জহিরের শালা কাদির (২০), প্রাইভেটকার চালক রুবেল (২৭), অপর বিদেশ যাত্রী চাঁদপুর জেলার হাইমচর উপজেলার পূর্ব চর কৃষ্ণপুর এলাকার অলি মিয়ার ছেলে জাহাঙ্গীর ও জাহাঙ্গীরের শালা একই উপজেলার আলনী বাজার এলাকার মুক্তারের ছেলে মিঠু (১৬)।
মঙ্গলবার (৭ জুন) দুপুর দেড়টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের টেংরারটেক লিচু ফ্যাক্টরি সামনে গাজীপুর-চট্টগ্রাম এশিয়ান হাইওয়ে সড়কে এ মর্মান্তিক ঘটনাটি ঘটেছে।