fbpx
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, রাত ২:২৯

রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ঘিরে উত্তেজনা, ধাওয়া পাল্টা ধাওয়া

স্টাফ রিপোর্টার (জিহাদ হোসেন )
  • আপডেট : অক্টোবর, ১, ২০২২, ৭:৪৫ অপরাহ্ণ
  • ১৩৭ ০৯ বার দেখা হয়েছে
রূপগঞ্জে স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন ঘিরে উত্তেজনা,ধাওয়া পাল্টা ধাওয়া

নারায়ণগঞ্জের রূপগঞ্জে দাউদপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সম্মেলনকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সম্মেলনের স্থান থেকে বিপুল সংখ্যাক লাঠিসোঁটা উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার দুপুরে উপজেলার পূর্বাচল ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট মাঠে এ ঘটনা ঘটে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে সম্মেলনের মঞ্চের সামনে থেকে বাঁশের লাঠি উদ্ধার করার পর দুই পক্ষ মুখোমুখি অবস্থান। এক পর্যায়ে মিছিলে বাধা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এরপর থেকে ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়। পরে স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির নেতারা উপস্থিত হলে পুলিশ পরিস্থিতি শান্ত করে।

 

নারায়ণগঞ্জের জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার আবির হোসেন, পরিস্থিতি মোকাবেলায় অতিরিক্ত পুলিশ ও র‌্যাব সদস্যদের মোতায়েন করা হয়। বিশৃঙ্খলা এড়াতে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell