fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, দুপুর ২:৩৯

রূপগঞ্জে মাদ্রাসা হত্যা মামলায় নারীসহ ২জনের যাবজ্জীবন

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : আগস্ট, ৩১, ২০২২, ৮:৩৮ অপরাহ্ণ
  • ১১২ ০৯ বার দেখা হয়েছে
রূপগঞ্জে মাদ্রাসা হত্যা মামলায় নারীসহ ২জনের যাবজ্জীবন

নারায়ণগঞ্জের রূপগঞ্জে আলোচিত মাদ্রাসা ছাত্র আরিফুর রহমান খোকন ওরফে আকাশ হত্যা মামলায় নারীসহ দুই জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন জেলা ও দায়রা জজ আদালত। একই সাথে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

 

বুধবার (৩১ আগস্ট) দুপুরে নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদলতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এই রায় ঘোষণা করেন।

 

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন হবিগঞ্জের ছোট বহুলা গ্রামের জান্নাতী বেগম ওরফে শাবনুর ও তেঘরিয়া এলাকার সিদ্দিক আলী। রায় ঘোষণার সময়ে দণ্ডপ্রাপ্তরা আদালতে উপস্থিত ছিলেন।

 

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট মনিরুজ্জামান বুলবুল বলেন, সাক্ষীদের সাক্ষগ্রহণের ভিত্তিতে আসামীদের উপস্থিতিতে আদালত এ রায় ঘোষণা করেছেন। সেই সাথে মামলার অপর দুই আসামী সাবিনা ও সুমন অপাপ্ত বয়স্ক হওয়ার তাদের বিরুদ্ধে সিদান্ত নেবেন নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইবুনাল আদালত।

 

এদিকে রায়ে সন্তুষ্ট নয় নিহতের পরিবার। নিহত আকাশের বাবা জানান, আমার ছেলেকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে। আজ আদালত আসামিদের যাবজ্জীবন দিয়েছে। এ রায়ে তিনি সন্তুষ্ট নন। তিনি আদালতে আসামীদের ফাঁসি দাবি করেছিলেন।

 

মামলা সূত্রে জানা যায়, পাওনা বিশ হাজার টাকার দ্বন্ধের জেরে প্রেমের সম্পর্ক গড়ে তুলে ২০২১ সালের ৪ এপ্রিল হবিগঞ্জের তেগরিয়া গ্রামের ১৭ বছর বয়সী মাদ্রাসা পড়ুয়া ছাত্র আয়বুর রহমান খোকন অরফে আকাশ হবিগঞ্জ থেকে নারায়ণগঞ্জের রূপগঞ্জের বরাব এলাকায় এনে খাবারের সাথে নেশাদ্রব্য মিশিয়ে অচেতন করে গলায় ফাঁস লাগিয়ে হত্যা করে।

 

এ ঘটনায় নিহতের বাবা চারজনকে আসামি করে মামলা করেন৷ মামলার আসামিরাও আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell