ডিসেম্বর ৭, ২০২৪, ৭:২৬ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ৮২০০৯ ১৯ বার দেখেছে

রূপগঞ্জে বাড়ি ঘরে হামলা-ভাংচুর ও লুট, দেশীয় অস্ত্রসহ আটক ৩

সবারকন্ঠ রিপোর্র্র্ট:
  • আপডেট : ডিসেম্বর, ৫, ২০২১, ৮:৫৩ অপরাহ্ণ
  • ২৪৮ ১৯ বার দেখেছে

রূপগঞ্জে পূর্ব শত্রæতার জের ধরে কয়েকটি বাড়িতে হামলা-ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় এলাকাবাসী ধাওয়া দিয়ে দেশীয় অস্ত্রসহ ৩ জনকে আটক করে পুলিশে সোপর্দ করে।
আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচর উপজেলার পাড়াকান্দি এলাকার স্বপন মিয়ার ছেলে আপন (২৪), চাঁদপুর জেলার মতলব শান্তি ভাঙা এলাকার মৃত কবির হোসেনের ছেলে নিশাদ (২২), চাঁদপুর জেলার মৃত আমির হোসেনের ছেলে রাকিব।
রবিবার (৫ ডিসেম্বর) দুপুর ২টার দিকে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের বাঘমোচরা এলাকার সাত্তার মিয়ার বাড়িতে ও দক্ষিণপাড়া নতুনবাজার এলাকার আওয়ামীলীগ নেত্রী হাসনার বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।
ভুক্তভোগী আওয়ামীলীগ নেত্রী হাসনা জানান, রবিবার দুপুর ২ টার দিকে পূর্ব শত্রæতার জের ধরে মাসুম বিল্লাহসহ অজ্ঞাত ৩০/৪০ জন দেশীয় অস্ত্রে শস্ত্রে সজ্জিত হয়ে তাদের বাড়িঘরে হামলা চালায়। এসময় হামলাকারীরা ঘরে থাকা নগদ ১৫ লাখ টাকা ও স্বর্ণলংকার লুটপাট করে নিয়ে যায়।
এর আগে একই দিন দুপুর ১২ টার দিকে দেশীয় অস্ত্র-শস্ত্রে সজ্জিত হয়ে বিদ্যুৎ, মাসুম বিল্লাহসহ ৩০/৪০ জন মিলে সাত্তার মিয়া নামের একজনের বাসায় অতর্কিত হামলা চালায়।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠাই। এসময় এলাকাবাসী দেশীয় অস্ত্রসহ রাকিব, স্বপন, ও নিশাদ নামের তিনজনকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেন।

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress