fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৭:৪৪

রূপগঞ্জে বালুবাহী ড্রাম ট্রাকে পৃষ্ট হয়ে যুবক নিহত

স্টাফ রিপোর্টার (জিহাদ হোসেন)
  • আপডেট : ডিসেম্বর, ১৮, ২০২২, ৮:৪৪ অপরাহ্ণ
  • ৬৯ ০৯ বার দেখা হয়েছে
রূপগঞ্জে বালুবাহী ড্রাম ট্রাকে পৃষ্ট হয়ে যুবক নিহত

রূপগঞ্জে টমটম ও বালুবাহী ড্রাম ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক ব্যক্তি নিহত হয়েছে।

 

রোববার (১৮ ডিসেম্বর) সকাল ১১টার দিকে রূপগঞ্জের ঢাকা বাইপাস সড়কের নলপাথর কুশাবো এলাকার ঘটনাটি ঘটে। এ ঘটনায় বালুবাহী ড্রাম ট্রাকটি জব্দ করা হয়েছে।

 

নিহত ব্যক্তির নাম মশিউর রহমান। সে রূপগঞ্জ থানার কৃষ্ণনগর এলাকার বাসীন্দা। টমটম চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।

 

সকাল ১১টার দিকে দুর্ঘটনাটি ঘটেছে বলে জানায় স্থানীয়রা। পরে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনা স্থলে যান ভূলতা হাইওয়ে পুলিশের সার্জেন শফিকুল ইসলাম।

 

তিনি সবারকন্ঠকে বলেন, বেলা ১১টা ১০ মিনিটে গিয়ে ঘটনাস্থলে পৌঁছাই। সেখানে গিয়ে একটি বালু ভর্তি ড্রাম ট্রাকের চাকার নিচে পৃষ্ট অবস্থাল লোকটিকে দেখতে পাই। পরে ট্রাক সরিয়ে মৃত অবস্থায় লাশ উদ্ধার করে উপপরিদর্শক (এসআই) এর কাছে বুঝিয়ে দিয়েছি।

 

ভূলতা হাইওয়ে পুলিশের এসআই আফাজুল সবারকন্ঠকে বলেন, নিহত ব্যক্তি টমটমের চালক মশিউর রহমান। কাঞ্চন থেকে আসার পথে টমটম ও বালুবাহী ড্রাম্প ট্রাকের সংঘর্ষে পিছনের চাকায় পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ ঘটায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell