fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৯:১১

রূপগঞ্জে বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : এপ্রিল, ১২, ২০২২, ১০:৩৪ অপরাহ্ণ
  • ১২৪ ০৯ বার দেখা হয়েছে
রূপগঞ্জে বাবার ছুরিকাঘাতে ছেলের মৃত্যু

রূপগঞ্জে বাবা সেলিম মোল্লার ছুরিকাঘাতে ছেলে সজিব মোল্লা (১৯) এর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ছোট দড়িকান্দি এলাকায় ঘটে এ ঘটনা। সজিব তার বাবার প্রথম স্ত্রীর পক্ষের সন্তান।

 

সজিবের চাচী রেহেনা জানান, দুপুরের দিকে পারিবারিক বিষয় নিয়ে প্রথম স্ত্রীর সঙ্গে মেলিমের ঝগড়া হয়। একপর্যায়ে তাকে মারধর করেন তিনি। মাকে মারার সংবাদ পেয়ে ছেলে সজিব বাড়িতে এসে বাবার সাথে মাকে মারার কথা বলতে গিয়েই পায়ে ধারালো ছুরি দিয়ে আঘাত করেন।

 

পরে ছুরি কেড়ে নিয়ে বাবা সেলিম ওই ছুরি দিয়েই ছেলে সজিবের বুকে নিচে আঘাত করে। এসময় সজিব মাটিতে লুটিয়ে পড়লে এলাকাবাসী সজিবকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক সজিবকে মৃত ঘোষণা করে।

 

এ বিষয়ে ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell