নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভ‚লতা-গোলাকান্দাইল এলাকার ঢাকা-সিলেট মহাসড়কসহ দু’পাশের ফুটপাত অবৈধ দখলদারদের হাত থেকে মুক্ত করতে উচ্ছেদ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।
রবিবার (১৭ এপ্রিল) সকাল ১০ টার দিকে রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলামের নেতৃত্বে উপজেলার ভূলতা-গাউছিয়া ও গোলাকান্দাইল এলাকায় ১ ঘন্টা ব্যাপী এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এসময় ভ‚লতা-গোলাকান্দাইল ও গাউছিয়া এলাকার প্রায় শতাধিক অবৈধ দোকান উচ্ছেদ করা হয়।
এছাড়া মহাসড়কে অবৈধভাবে রাখা রেন্ট-এ-কার সড়িয়ে দেয়া হয়। এ অভিযানে উপজেলা প্রশাসনকে সহায়তা বরেন ভ‚লতা ফাঁড়ির পুলিশ।