fbpx
২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, সন্ধ্যা ৬:০৯

রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশুসহ ৬ জন আহত

সবারকন্ঠ প্রতিনিধি
  • আপডেট : নভেম্বর, ৩০, ২০২২, ৭:৪১ অপরাহ্ণ
  • ৮৫ ০৯ বার দেখা হয়েছে
রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় শিশুসহ ৬ জন আহত

 নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশা উল্টে চার শিশুসহ ছয়জন আহত হয়েছেন।

 

তারা হলেন— মোছা.জুলেখা খাতুন (৪৭), মোছা. সাজেদা বেগম (৫০), মো. রাব্বি (১২), রাইসা (৫), আমেনা (৭), তানহা হাসান (২০)।

 

বুধবার (৩০ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে রূপগঞ্জের ৩০০ফিট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। গুরুতর আহতাবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়েছে। বর্তমানে সেখানে তারা চিকিৎসাধীন।

 

তাদের ঢামেক হাসপতালে নিয়ে আসা পথচারী হানিফ জানান, রূপগঞ্জের ৩০০ফিট এলাকায় একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি উল্টে যায়। অটোরিকশাটিতে দুই নারী ও চারজন শিশু ছিল। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হয়। বর্তমানে তারা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসাধীন।

 

ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো.বাচ্চু মিয়া জানান,রূপগঞ্জের ৩০০ফিট এলাকায় একটি ট্রাকের ধাক্কায় সিএনজিচালিত অটোরিকশাটি উল্টে শিশুসহ ছয়জন আহত হয়েছেন। তাদের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন- এক শিশু ও এক নারীর অবস্থা আশঙ্কাজনক।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell