ডিসেম্বর ৭, ২০২৪, ৭:৩৫ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ৮২০১৩ ১৯ বার দেখেছে

রূপগঞ্জে এনডিই রেডিমিক্স কারখানার দখলে থাকা সরকারি জমি উদ্ধার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট : নভেম্বর, ৮, ২০২৩, ৯:৫৮ অপরাহ্ণ
  • ১৩৪ ১৯ বার দেখেছে
রূপগঞ্জে এনডিই রেডিমিক্স কারখানার দখলে থাকা সরকারি জমি উদ্ধার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে শীতলক্ষা নদী ঘেঁষা পানি উন্নয়ন বোর্ডের সরকারি সম্পত্তি এনডিই রেডিমিক্স কারখানার দখলে থাকা প্রায় এক একর সম্পত্তির উপর অবৈধ স্থাপনা উচ্ছেদ করে জমি দখল মুক্ত করেছে পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। বুধবার (০৮ নভেম্বর) বিকেলে উপজেলার ভুলতা ইউনিয়নের হাটাবো আতলাশপুর এলাকায় সরকারি সম্পত্তি উচ্ছেদ করে দখলমুক্ত করা হয়।

 

উচ্ছেদ অভিযানে নেতৃত্ব দেন, রূপগঞ্জ উপজেলা সহকারী কমিশনার ভূমি সিমন সরকার।

 

উচ্ছেদ অভিযানের সময় পানি উন্নয়ন বোর্ডের সোনারগাঁ উপবিভাগীয় প্রকৌশলী শেখ এনামুল হকসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

প্রকৌশলী শেখ এনামুল হক বলেন,  নারায়ণগঞ্জ নরসিংদী সেচ প্রকল্প (ব্লক এ/১) এর আটলাশপুর ও কাঞ্চন মৌজায় বন্যা বাধের উপর এনডিই রেডিমিক্স প্লান্ট এর সীমানা প্রাচীর ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় এক একর জায়গা উদ্ধার করা হয়।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress