নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দর কর্তৃক পরিচালিত অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে ৪০ অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।
বুধবার (১৫ সেপ্টেম্বর) দিনব্যাপী একটি ভেকু (এক্সাভেটর) দিয়ে এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।
বিআইডব্লিউটিএ’র নির্বাহী ম্যাজিষ্ট্রেট শোভন রাংসার নেতৃত্বে উচ্ছেদ অভিযানটি পরিচালিত হয়। সার্বিক তত্বাবধায়নে ছিলেন বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দরের ভারপ্রাপ্ত উপপরিচালক নূর হোসেন স্বপন।
রূপগঞ্জে শীতলক্ষ্যা নদী দখল করে গড়ে ওঠা রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার সাবেক মেয়র আবু বাশার বাদশার বাসভবনের বাউন্ডারী দেয়াল, উত্তরা জুট মিলের বাউন্ডারী দেয়াল, ফকির ফ্যাশনের জমির বাউন্ডারী দেয়াল, লা রিভারিয়া রিসোর্টের স্থাপনাসহ ৪০ টি অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে বিআইডব্লিউটিএ ঘোড়াশাল নদী বন্দর কর্তৃপক্ষ।
এসময় বিপুল সংখ্যক পুলিশ, উচ্ছেদকর্মী উপস্থিত ছিল। উচ্ছেদ অভিযানের সময় হাইকোর্টের নির্দেশে সিএস জরিপ অনুযায়ী নতুন সীমানা পিলার স্থাপনকালে উত্তরা জুট মিলের মালিক দিলীপ কুমার মোদিসহ তাদের কর্মকর্তারা বাধা প্রদান করলে মৃদু উত্তেজনার সৃষ্টি হয়। তবে বিপুল সংখ্যক পুলিশের উপস্থিতির কারণে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি। করোনার কারণে দীর্ঘদিন রূপগঞ্জ উপজেলার কাঞ্চন এলাকায় শীতলক্ষ্যা নদীতে উচ্ছেদ অভিযান পরিচালিত হয়নি। যে কারণে দখলদারদের দৌরাত্ম্য বেড়ে গিয়েছিল।