ডিসেম্বর ৭, ২০২৪, ৮:৫১ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ৮২০৮৭ ১৯ বার দেখেছে

রূপগঞ্জের পৌরসভা কার্যালয় থেকে পুলিশের ভুয়া সাব-ইন্সপেক্টর গ্রেফতার

নিজেস্ব সংবাদদাতা
  • আপডেট : আগস্ট, ১৭, ২০২২, ৮:১৭ অপরাহ্ণ
  • ১৭০ ১৯ বার দেখেছে
রূপগঞ্জের পৌরসভা কার্যালয় থেকে পুলিশের ভুয়া সাব-ইন্সপেক্টর গ্রেফতার

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভা কার্যালয় থেকে পুলিশের পোষাক পরিহিত পুলিশের ভুয়া সাব-ইন্সপেক্টর (এসআই) গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ভুয়া সাব-ইন্সপেক্টরের নাম রহমত উল্লাহ নওশাদ (৩৮) ।

 

বুধবার (১৭ আগষ্ট) রূপগঞ্জ থানা পুলিশ তাকে গ্রেফতার করে। তার ব্যবহৃত পুলিশের পোষাক, ব্যাচ ও বেল্ট জব্দ করা হয়েছে। সে ঝালকাঠি জেলার নলছিটি থানার খাছরিয়া গ্রামের কবির উদ্দিনে ছেলে।

কাঞ্চন পৌরসভার মেয়র আলহ্বাজ রফিকুল ইসলাম বলেন, গতকাল বুধবার পৌনে এগারটায় ভ্রাম্যমাণ আদালতে পুলিশের সাব-ইন্সপেক্টর পরিচয়দানকারী রহমত উল্লাহ নওশাদ নামের এক যুবক পৌরসভা কার্যালয়ে আসেন।

 

 পরে কাঞ্চন পৌরসভায় অবাধে ইভটিজিং, কিশোরগ্যাং, চোরাকারবারি, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যক্রম চলছে বলে তিনি অভিযোগ করেন। এসব কার্যক্রমে মেয়র রফিকুল ইসলাম জড়িত রয়েছে বলেও তিনি অভিযোগ করেন। টাকা না দিলে মেয়রের ক্ষতি হবে মর্মে কথিত এস আই  হুমকি দেন।

 

এবিষয় মেয়র আলহাজ¦ রফিকুল ইসলামের সন্দেহ হলে তিনি রূপগঞ্জ থানার ওসির কাছ বিষয়ের সততা জানতে চান।  পৌরসভা কার্যলয়ে পুলিশ পাঠানোর ঘটনা ওসি জানেননা বলে জানান। টের পেয়ে ভুয়া সাব-ইন্সপেক্টর রহমত উল্লাহ নওশাদ পালিয়ে যেতে চেষ্টা করে। একপর্যায়ে রূপগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে নওশাদকে গ্রেফতার করে।

 

এ ব্যাপারে কাঞ্চন পৌরসভার কর্মচারী আল-আমিন বাদী হয়ে প্রতারণা ও চাঁদাবাজির অভিযোগে রহমত উল্লাহ নওশাদকে আসামী করে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন।

 

রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, গ্রেফতারকৃত ভুয়া এস আই রহমত উল্লাহ নওশাদের বিরুদ্ধে মাদারীপুর জেলার শিবচর থানায় ও ঢাকা জেলার মতিঝিল থানায় প্রতারণাসহ একাধিক মামলা রয়েছে। তাকে নারায়ণগঞ্জ  আদালতে প্রেরণ করা হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress