fbpx
৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার, রাত ১১:২৯

রূপগঞ্জের চাঞ্চল্যকর সজিব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : এপ্রিল, ১৪, ২০২২, ২:০২ পূর্বাহ্ণ
  • ১২০ ০৯ বার দেখা হয়েছে
রূপগঞ্জের চাঞ্চল্যকর সজিব হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

নারায়ণগঞ্জের রূপগঞ্জে চাঞ্চল্যকর সজিব হত্যা মামলায় এজাহারনামীয় পলাতক আসামি মো. রহিম মোল্লা (৪৬) কে গ্রেপ্তার করেছে র‌্যাব-১১। বুধবার (১৩ এপ্রিল) রাতে রূপগঞ্জের পাড়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত মো. রহিম মোল্লা রূপগঞ্জের দড়িকান্দি, গোলাকান্দাইল এলাকার মৃত তমিজ উদ্দিন মোল্লার ছেলে।

 

মামলা সূত্রে জানাগেছে, গ্রেপ্তারকৃত আসামী মো. রহিম মোল্লা অন্যান্য পলাতক আসামীদের যোগসাজশে দড়িকান্দি, গোলাকান্দাইল এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সজিব (১৮) কে ধারালো ছুরি দিয়ে নৃশংসভাবে কুপিয়ে ও এলোপাতাড়ীভাবে মারপিট করে গুরতর আহত করে।

 

পরবর্তীতে ভুক্তভোগীর মা ফাতেমা বেগমের চিৎকার চেঁচামেচিতে প্রতিবেশীদের সহায়তায় ভুক্তভোগী সজিবকে উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসকগণ তাকে মৃত ঘোষণা করেন।

 

এ নৃশংস ও চাঞ্চল্যকর হত্যাকান্ডের ঘটনায় নিহত সজিবের মা ফাতেমা বেগম বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। র‌্যাব জানায়, গ্রেপ্তারকৃত সজিবের বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম পক্রিয়াধীন রয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell