রূপগঞ্জের এক নারী কৃমিনাশক পান করে মৃত্যুর অভিযোগ পাওয়া গেছে। রবিবার (২৫ ডিসেম্বর) দুপুর পৌঁনে ১টায় রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় ওই ঘটনা ঘটে।
নিহত নারীর নাম মনি আক্তার (৩০)। সে রূপগঞ্জের ঝাউলাহাটি চৌরাস্তা এলাকার বাসিন্দা। রাজধানীর কামরাঙ্গীরচরে স্বামী আল আমিনের
সাথে থাকতেন তিনি। নিউমার্কেটে একটি দোকানে কাজ করেন তার স্বামী।
নিহতের ননদ সিমা আক্তার জানান, মনি শনিবার (২৪ ডিসেম্বর) রূপগঞ্জে মনির বাবার বাড়ি বেড়ানো শেষ করে কামরাঙ্গীরচরের বাসায় ফেরেন। তখন থেকেই মন খারাপ ছিলো তার। রবিবার সকালে স্বামী আল আমিন বাসা থেকে দোকানের কাজে চলে যান। এরপর একমাত্র মেয়েকে নিয়ে মনি এলাকার ওষুধের দোকান থেকে কোনো এক ওষুধ কিনে এনে সেবন করেন। তখন মনি ননদ সিমাকে জানান, সেটি কৃমিনাশক ওষুধ। এরপরই বমি করতে শুরু করেন মনি। অবস্থার অবনতি দেখে তিনি নিজেই মনিকে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের সহকারি ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মনি আক্তারের মৃত্যুর বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। তিনি জানান, মরদেহ মর্গে রাখা হয়েছে। ঘটনাটি থানা পুলিশকে জানানো হয়েছে।