সিদ্ধিরগঞ্জে রাস্তা পারাপার হতে গিয়ে গাড়িচাপায় অজ্ঞাত এক বৃদ্ধ (৬০) নিহত হয়েছেন। শনিবার (১২ নভেম্বর) রাত ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে তার নাম-পরিচয় জানা সম্ভব হয়নি।
কাঁচপুর হাইওয়ে থানার শিমরাইল ক্যাম্পের পুলিশ পরিদর্শক (টিআই) একেএম শরফুদ্দিন জানান, রাস্তা পারাপার হতে গিয়ে গাড়িচাপায় ওই বৃদ্ধ নিহত হন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করেছি। বর্তমানে মরদেহটি কাঁচপুর হাইওয়ে থানায় রয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় একটি মামলা হবে বলে জানান তিনি।