fbpx
৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার, রাত ১১:২৫

চাষাড়ায় বাগে জান্নাতে শাবল আতংক

রাজউক ও নাসিককে বৃদ্ধাঙ্গুলি, নেই তদারকি

ষ্টাফ রিপোর্টার
  • আপডেট : আগস্ট, ৩১, ২০২২, ৭:৪৬ অপরাহ্ণ
  • ১০১ ০৯ বার দেখা হয়েছে
রাজউক ও নাসিককে বৃদ্ধাঙ্গুলি, নেই তদারকি

নারায়নগঞ্জ শহরের প্রাণকেন্দ্র চাষাড়া বাগে জান্নাত মহল্লায় বহুতন ভবন নির্মাণে চলছে অনিয়ম। মানা হচ্ছে না বহুতল ভবন নির্মাণ আইন।নিরাপত্তা বেষ্টনী না দিয়ে এবং ভবন থেকে রাস্তার জন্য জায়গা না ছেড়ে চলছে নির্মাণ কাজ। মিশনপাড়া ও বাগে জান্নাত মহল্লাবাসীর মাঝে আবারো বিরাজ করছে শাবল আতংক। জানা গেছে ওই এলাকায় এইচডিএল নামক একটি ডেভেলপার কোম্পানী বহুতল ভবন নির্মাণ রাজউকের কোন আইনই মানছে না। ভবন থেকে ৬ ফুট রাস্তার জন্য রেখে নির্মাণ কাজ করার কথা থাকলেও সেখানে তড়িঘড়ি করে উচু করে দেয়াল নির্মাণ করা হয়েছে।নিরাপত্তা বেষ্টনী না দিয়ে চলছে বহুতল ভবনের ছাঁদের ঢালাই কাজ।বহুতল ভবন নির্মাণের ক্ষেত্রে সীমান পাকা দেয়াল নির্মাণ না করে টিনের ব্যারিকেড দেয়ার বিধান রয়েছে।কিন্তুু এইচডিএল নামক ডেভেলপার কোম্পানী রাস্তার জন্য জায়গা না ছেড়ে ঝুঁকিপূর্ণ সীমানা প্রাচীর নির্মাণ করেছে।যে কোন সময় ওই প্রাচীরও ভেংগে জানমালের ক্ষতি হওয়ার আশংকা করছে এলাকাবাসী।

 

ইতিপূর্বে, বাগে জান্নাত এলাকায় সানরাইজ ডেভেলপার কোম্পানীর নির্মাণাধীন বহুতল ভবন থেকে শাবল পড়ে এক নারীর মৃত্যুর ঘটনা ঘটেছে।সানরাইজ ডেভেলপারের নির্মাণাধীন দশতলা ভবন থেকে শাবল মাথায় পড়ে ঘটনাস্থলেই নিহত হয়েছিলেন সাবেক ফুটবলার খানপুরের মরহুম জাকির হোসেনের স্ত্রী। নিহত নারী ঘটনার সকালে মাউন্ট রয়েল স্কুল ছুটির পর নাতনি কে বাসায় নিয়ে এসেছিলেন।নিরাপত্তা বেষ্টনী না থাকায় সান রাইজের দশতলা ভবন হতে  মাথায় শাবল পড়ে ওই নারী নিহত হয়।এ ঘটনায় মিডিয়ায় ও সামাজিক যোগাযোগ মাধ্যমে  তোলপাড় সৃষ্টি হয়।

 

বর্তমানে  এইচডিএল ডেভেলপার কোম্পানীর নির্মাণাধীন বহুতল ভবনের পাশেই মাউন্ট রয়েল নামক একটি ইংলিশ মিডিয়াম স্কুল রয়েছে।স্কুলের শিক্ষার্থী ছাড়াও এলাকাবাসী ও কর্মজীবী নারী পুরুষ অভিযুক্ত ভবনের পাশের রাস্তা দিয়ে প্রতিদিন যাতায়াত করে থাকে।ওই রাস্তা দিয়ে চলাচলরত মানুষ চরম নিরাপত্তাহীনতায় ভুগছে।

 

বহুতল ভবন থেকে শাবল পড়ে নিহতের ঘটনায় এখনো ডেভেলপার কোম্পানী সানরাইজের বিরুদ্ধে মামলা চলছে।বাগের জান্নাত মহল্লায় সানরাইজ ডেভেলপার কোম্পানী তোতা হাজী  ও হামিদ মিয়ার পুত্র  ইমনের জমিতে বহুতল ভবন নির্মাণ করলেও রাজউকের ভবন নির্মাণ আইনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে।

 

চাষাড়া বাগে জান্নাত এলাকায় বহুতল ভবন থেকে শাবল পড়ে নিহতের ঘটনা পুনরাবৃত্তির আশংকায় এলাকাবাসী।অনাকাংখিত কোন ঘটনা ঘটার আগেই রাজউক নারায়নগঞ্জ জোন ও নাসিকের জরুরী অভিযান দাবী করেছেন এলাকাবাসীসহ ওই সড়ক দিয়ে চলাচলরত পথচারীরা।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell