গরম গরম খিচুরির সঙে রসুনের আচার খাওয়ার মজাই আলাদা।নিশ্চয়ই জিভে জল চলে এসেছে? রসুনের উপকারিতা সম্পর্কে কম বেশি আমরা সকলেই জানি।মশলা হিসেবি এটি সবার রান্না ঘরে থাকে। টক-মিষ্টি খেতে ইচ্ছে করলেই আমরা আচারের কথা মনে করি। অনেকের বিভিন্ন মৌসুমী ফল দিয়ে আচার বানানোর শখ রয়েছে। ভিন্ন স্বাদে রসুন ও তেঁতুল দিয়ে বানিয়ে ফেলুন টক-মিষ্টি আচার।
১ কেজি তুলতেঁ
১ কেজি রসুন
৩/৪ টেবিল চামচ সরিষা বাটা
৩/৪ টেবিল চামচ রসুন বাটা
ভাজা শুকনা মরিচ গুঁড়া- পরিমাণ মতো
১ পোয়া চিনি
সরিষার তেল- আধা কেজি
২ চা চামচ পাঁচফোড়ন
২ কাপ সিরকা
লবণ পরিমাণ মতো