মার্চ ১৬, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১৬৬৯১২ ১৯ বার দেখেছে

যে তাসবিহ বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি করে দেয়

ইসলামিক ডেস্ক
  • আপডেট : সেপ্টেম্বর, ৮, ২০২২, ১২:৫৪ অপরাহ্ণ
  • ২৫৬ ১৯ বার দেখেছে
যে তাসবিহ বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি করে দেয়

আল্লাহ্ রাব্বুল আলামিনের নৈকট্য লাভ করা এক মুসলিমের জন্য সৌভাগ্যের বিষয়। আল্লাহর কাছে প্রিয় আমল হচ্ছে নামাজের তাসবিহ পাঠ করা। তাসবিহ আল্লাহর ইবাদতই নয় বরং এটি মহান আল্লাহর নির্দেশ। আল্লাহ তাআলা কোরআনুল কারিমে তার কাছে বেশি বেশি তাসবিহ করার কথা বলেছেন। তাসবিহ পাঠ করে ক্ষমা প্রার্থনা কথা বলেছেন। কোরআনুল কারিমে মহান আল্লাহ এভাবে নির্দেশ দেন-

 

فَسَبِّحۡ بِحَمۡدِ رَبِّکَ وَ اسۡتَغۡفِرۡهُ

 

‘অএব তুমি তোমার রবের সপ্রশংস তাসবিহ পাঠ কর এবং তাঁর কাছে ক্ষমা চাও।’ (সুরা নছর : আয়াত ৩)

 

তাই মুমিন মুসলমানের উচিত, আল্লাহর নৈকট্য অর্জনের জন্য বেশি বেশি তাসবিহ পড়া। কোরআন-সুন্নাহর দিকনির্দেশনার ওপ যথাযথ আমল করা।

 

দুই শব্দের এই তাসবিহ আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। যা আল্লাহ তাআলা ফেরেশতাদের জন্য তাসবিহটি নির্ধারণ করেছেন। আমাদের প্রিয় নবি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তা সুস্পষ্টভাবে ঘোষণা করেছেন।

 

হজরত আবু যার রাদিয়াল্লাহু আনহুর বর্ণনায় পাওয়া যায়, হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তাকে দেখতে যান অথবা তিনি হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামকে দেখতে যান। আবু যার রাদিয়াল্লাহু আনহু বলেন, হে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম! আমার বাবা-মা আপনার জন্য উৎসর্গ হোক। আল্লাহ তাআলার কাছে কোন কথাটি সবচেয়ে বেশি প্রিয়?

 

তিনি বললেন, ‘আল্লাহ তার ফেরেশতাদের জন্য যে বাক্যটি নির্বাচন করেছেন। তাহলো-

 

سُبْحَانَ رَبِّي وَبِحَمْدِهِ  سُبْحَانَ رَبِّي وَبِحَمْدِهِ ‏

 

উচ্চারণ : ‘সুবহানা রাব্বি ওয়া বিহামদিহি; সুবহানা রাব্বি ওয়া বিহামদিহি’

 

অর্থ : ‘আমার রব অতি পবিত্র, সব প্রশংসা তার জন্য; আমার প্রভু অতি পবিত্র, সব প্রশংসা তার জন্য।’ (তিরমিজি, মুসলিম, তালিকুর রাগিব)

 

এ তাসবিহ একটি আমল। যা বান্দাকে আল্লাহর সবচেয়ে কাছাকাছি করে দেয়। আর যে ব্যক্তি আল্লাহর খুব কাছাকাছি হওয়ার সৌভাগ্য অর্জন করে; তার জন্য কোনো চিন্তা নেই। সেই সফলকাম।

 

মহান আল্লাহ তাআলা সকল মুসলিমকে আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় তাসবিহটি বেশি বেশি পড়ার এবং আমল করার তাওফিক দান করুন। আমিন।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress