৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ১১ নভেম্বর (শুক্রবার) মহাসমাবেশের ডাক দিয়েছে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। আর এই সমাবেশ সফল করার লক্ষে ইতমধ্যেই প্রতিটি ওয়ার্ড ও থানা কমিটিকে প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছে নারায়ণগঞ্জ যুবলীগ। সেভাবেই সকল সাংগঠনিক কমিটিগুলো প্রস্তুতি নিচ্ছে বলেও জানিয়েছেন সংগঠনের নেতারা। এবং এ মাসেই যুবলীগের সম্মেলনের ঘোষণা আসতে পারে বলেও আশাবাদী তারা।
বাংলাদেশ আওয়ামী যুবলীগের নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি আব্দুল কাদের বলেন, যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ১১ নভেম্বর সকালে নারায়ণগঞ্জ সদর, বন্দর, রূপগঞ্জ, আড়াইহাজার, সোনারগাঁ থেকে হাজার হাজার নেতার্মী ঢাকায় সোহরাওয়ার্দী উদ্যানের যুবলীগের মহাসমাবেশে অংশগ্রহণ করবে।
তিনি বলেন, আমদের সংগঠনের প্রেসিডেন্ট, সেক্রেটারি ঢাকায় কেন্দ্রিয় সমাবেশ সফল করার লক্ষে প্রতিদিনই নারায়ণগঞ্জের ৭টি থানা ও পাঁচ উপজেলায় ঘুরে ঘূরে নেতাকর্মীদের সাথে কথা বলছি, মিটিং করছি। সেভাবেই সকল সাংগঠনিক কমিটির নেতাকর্মীরা প্রস্তুতি নিচ্ছে।
যুবলীগের সম্মেলনের বিষয়ে তিনি বলেন, কেদ্র থেকে বলা হয়েছিলো ১৫ তারিখের মধ্যে (নভেম্বর) অন্তত থানা কমিটিগুলো শেষ করার জন্য। সেই মতেই জেলার সকল কমিটিকে জানানো হয়েছে। হয়তো আরও কিছু সময় লাগতে পারে। তবে ঢাকায় মহাসমাবেশ শেষে এ মাসের(নভেম্বর) যে কোনো সময় কেন্দ্রের থেকে নারায়ণগঞ্জ যুবলীগের সম্মেলনের ঘোষণা আসতে পারে।
উল্লেখ্য, আওয়ামী লীগের সহযোগী সংগঠন যুবলীগের ৫০তম প্রতিষ্ঠাবার্ষিকী ১১ নভেম্বর। সুবর্ণজয়ন্তীর এই লগ্নে যুবলীগ রাজধানীতে বিশাল সমাবেশের মাধ্যমে নিজেদের সরব উপস্থিতি জানান দিতে চায়। একইসঙ্গে স্বাধীনতা বিরোধীদের সঙ্গে আঁতাতকারী রাজনৈতিক দলগুলোকে একটা বার্তাও দিতে চায় তার। যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে যুবজমায়েতের আয়োজকরা বলছেন, এই ঢাকা দখলে থাকবে শুধুই যুবলীগ নেতা—কর্মীদের।