মার্চ ১৬, ২০২৫, ৮:২৪ অপরাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১৬৭০০৪ ১৯ বার দেখেছে

যুক্তরাষ্ট্র শর্তসাপেক্ষে তালেবানকে স্বীকৃতি দেবে

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট : আগস্ট, ১৭, ২০২১, ১০:৪৭ পূর্বাহ্ণ
  • ৩৭৮ ১৯ বার দেখেছে
যুক্তরাষ্ট্র শর্তসাপেক্ষে তালেবানকে স্বীকৃতি দেবে
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন

দীর্ঘ দুই দশক পর ফের রাষ্ট্রক্ষমতায় ফেরা তালেবানের সঙ্গে শর্তসাপেক্ষে কাজ করার ও ভবিষ্যৎ আফগান সরকারকে স্বীকৃতি দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিনকেন গত রোববার মার্কিন সম্প্রচারমাধ্যম সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ আগ্রহের কথা জানান।

 

ওই সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেছেন, তালেবান তাদের দেশের জনগণ—নির্দিষ্ট করে বললে নারী ও কিশোরীদের মৌলিক অধিকারের প্রতি শ্রদ্ধা দেখালে এবং দেশে সন্ত্রাসীদের আশ্রয় না দিলে তাদের (তালেবান নেতৃত্বাধীন সরকারের) সঙ্গে কাজ করতে ইচ্ছুক যুক্তরাষ্ট্র।

 

অ্যান্টনি ব্লিনকেন বলেন, ভবিষ্যৎ আফগান সরকার তার জনগণের মৌলিক অধিকার সমুন্নত রাখলে ও সন্ত্রাসীদের আশ্রয় না দিলে তার সঙ্গে আমরা কাজ করতে পারি এবং সরকারকে স্বীকৃতি দিতে পারি। তালেবান নেতৃত্বাধীন সরকারকে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন স্বীকৃতি দেবে কিনা, এমন এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন।

 

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, বিপরীতে, যে সরকার তা করবে না, নারী ও কিশোরীসহ তার জনগণের মৌলিক অধিকার তুলে ধরবে না… সন্ত্রাসীদের আশ্রয় দেবে… যুক্তরাষ্ট্রকে ধ্বংসের ফন্দি আঁটবে… তার ক্ষেত্রে এটি হবে না।

 

তালেবানের কখনো যদি আন্তর্জাতিক সম্প্রদায়ের সহায়তা এবং সমর্থন প্রয়োজন হয়, সে ক্ষেত্রে যুক্তরাষ্ট্র কী করবে, এমন প্রসঙ্গে জানতে চাওয়া হয় সাক্ষাৎকারে। জবাবে পররাষ্ট্রমন্ত্রী ব্লিনকেন বলেন, তারা আফগান জনগণের মৌলিক অধিকার বজায় না রাখলে এবং যারা যুক্তরাষ্ট্রে হামলা চালাতে পারে, সেই সন্ত্রাসীদের সমর্থন ও আশ্রয় দিলে এখনই এর কোনোটা দেয়া হবে না, নিষেধাজ্ঞা তুলে নেয়া হবে না, তারা ভ্রমণের (যুক্তরাষ্ট্রে) সুযোগও পাবে না।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress