ময়মনসিংহের খাগডহর এলাকায় ব্রহ্মপুত্র নদের তীরে শুক্রবার (৩ সেপ্টেম্ব) দিবাগত ভোররাতে র্যাবের সঙ্গে জঙ্গিদের গুলিবিনিময়ের ঘটনায় অস্ত্রসহ চারজনকে আটক করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি। আটককৃতরা জেএমবির সদস্য বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১৪-এর অধিনায়ক মো. রোকনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ সময় তাদের কাছ থেকে গুলিভর্তি একটি বিদেশি রিভলভার, তিনটি চাপাতিসহ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।’
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জঙ্গিদের তৎপরতা ও অবস্থানের কথা জানতে পেরে র্যাব-১৪ এর একটি দল খাগডহর এলাকায় অভিযান চালায়। র্যাবের উপস্থিতি টের পেরে জঙ্গিরা গুলি ছুড়লে র্যাবও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছুড়ে।
তবে তাৎক্ষণিকভাবে আটক চারজনের নাম-পরিচয় জানাতে পারেননি তিনি। পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানান র্যাব-১৪-এর অধিনায়ক।
এদিকে, আটক চারজন জামাত-উল-মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সদস্য বলে জানিয়েছেন র্যাব সদরদফতরের লিগ্যাল আ্যন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।