fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, বিকাল ৩:২৭

মৌলভীবাজার জাদুশিল্পী ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন

বিশেষ সংবাদদাতা
  • আপডেট : আগস্ট, ১৭, ২০২১, ১১:৩৩ পূর্বাহ্ণ
  • ৫২৮ ০৯ বার দেখা হয়েছে
মৌলভীবাজার জাদুশিল্পী ফেসবুক লাইভে এসে আত্মহত্যা করলেন
জাদুশিল্পী সুমন

মৌলভীবাজার সদর উপজেলার গয়ঘর গ্রামে সোমবার (১৬ আগস্ট) রাতে এক জাদুশিল্পী সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভে এসে নিজ বাড়িতে আত্মহত্যা করেছেন।

 

নিহত ব্যক্তি সদর উপজেলার গয়ঘর গ্রামের মৃত শহিদ মিয়ার ছেলে সুমন। তিনি পেশায় একজন সিএনজিচালক। পাশাপাশি জাদু দেখাতেন।

 

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (১৬ আগস্ট) রাতে সদর উপজেলার থানা বাজার গয়ঘর গ্রামের জাদুশিল্পী সুমন তার ফেসবুক আইডি থেকে লাইভে আসেন। এ সময় লাইভে সবার কাছে ক্ষমা চান তিনি। এক পর্যায়ে দড়িতে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিনুল হক বলেন, পারিবারিক সমস্যার কারণে সুমন আত্মহত্যা করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক লাইভের বিষয়টা আমরাও শুনেছি। তদন্তের জন্য ঘটনাস্থলে পুলিশ পাঠানো হবে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell