fbpx
২৮শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, রাত ৮:৩৮

মেঘনায় বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে শিশুর মৃত্যু

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট : নভেম্বর, ২০, ২০২২, ৯:৩৬ অপরাহ্ণ
  • ৮১ ০৯ বার দেখা হয়েছে
সাইনবোর্ড গাড়ীর ধাক্কায় যুবক নিহত
ফাইল ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারের বাবার সঙ্গে মাছ ধরতে গিয়ে রায়হান (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২০ নভেম্বর) দুপুরে উপজেলার বিশনন্দী ইউনিয়নের দয়াকান্দা দক্ষিণপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। রায়হান ওই এলাকার দেলোয়ারের ছেলে।

 

স্থানীয়রা জানান, বাবার সঙ্গে মেঘনা নদীতে মাছ ধরতে যায় রায়হান। কোনো এক সময় সে নদীতে পড়ে যায়। কিন্তু বাবা দেলোয়ার সেদিকে খেয়াল করেননি। রায়হান বাড়ি ফিরে গেছে ভেবে বাড়িতে গিয়ে না পেয়ে আবার নদীতে গিয়ে তার খোঁজ করতে থাকেন। কিছুক্ষণ পর তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক মোশারফ হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার আগে শিশুটি মারা যায়। অতিরিক্ত পানি প্রবেশ করায় এমনটি হয়েছে।

 

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জাগো নিউজকে বলেন, কোনরকম অভিযোগ না থাকায় মরদেহ পরিবারর কাছে হস্তান্তর করা হয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell