নারায়ণগঞ্জ সিদ্ধিরগঞ্জ থানাধীন নাসিক ৯ নং ওয়ার্ড জালকুড়ি এলাকার বাসিন্দা আফতাব উদ্দিন দেওয়ানের ছেলে আবু হানিফ দেওয়ান রনি বিরুদ্ধে ১৯ জুন কয়েকটি পত্রিকায় ও কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ প্রকাশ হয় তা আবু হানিফ দেওয়ান রনি মিথ্যা বলে দাবি করেন এবং কিছু সাংবাদিকদের নিয়ে এ বিষয়ে সঠিক তথ্য তুলে ধরেন।
উপস্থিত সাংবাদিকদের দেওয়ান রনি বলেন – গত কয়েক মাস যাবৎ আমি হৃদ রোগে ভুগছি এবং ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসা নিচ্ছি। গত ১৩ জুন ২০২২ইং এ আমি গুরুতর অসুস্থ হলে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ভর্তি হই এবং আমার হার্টে ৩টি রিং পরানো হয়,অপারেশনের মাধ্যমে।
গত ১৮ জুন ২০২২ইং তারিখে হাসপাতাল থেকে বাসায় আসি। ১৯ জুন ২০২২ইং তারিখে আমার বাড়ির পাশের দোকানে গেলে আমার স্ত্রী মনে করে আমি দোকানে সিগারেট খেতে গেছি, তাই আমার স্ত্রী আমাকে ও দোকানদারকে বকাঝকা করে। পরবর্তীতে পূর্ব শত্রুতার জের ধরে এক বিএনপি জামাত জোট নেতা ওই দোকানদারকে দিয়ে আমাকেও আমার পরিবারকে নিয়ে নানান মিথ্যা তথ্য দিয়ে কয়েকটি অনলাইন নিউজ পোর্টালে সংবাদ পরিবেশন করে যা আমার এবং আমার পরিবারের জন্য স্পর্শকাতর এবং মানহানিকর।
রনি দেওয়ান আরো বলেন,সাংবাদিক ভাই ও বোনেরা, সাংবাদিকতা এক মহান পেশা, আপনারা জাতির বিবেক। দয়া করে এই পেশাকে কলঙ্কিত করবেন না।
সাংবাদিক ভাই ও বোনদের প্রতি আমার বিশেষ অনুরোধ আপনারা অবশ্যই সঠিক এবং বস্তুনিষ্ঠ সংবাদ সঠিকভাবে যাচাই-বাছাই করে, পক্ষ-বিপক্ষের তথ্য সঠিক ভাবে সংগ্রহ করে প্রকাশ করুন। সকলের সুস্বাস্থ্য কামনা করি।