নারায়ণগঞ্জের আড়াইহাজারে মায়ের সঙ্গে লাকড়ি কুড়াতে গিয়ে পুকুরে ডুবে আরিফা আক্তার নামের দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২২ নভেম্বর) বিকেলে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লেঙ্গরদী এলাকায় এ ঘটনা ঘটে। আরিফা ওই ময়মনসিংহের ফুলপুর থানার ভাটপাড়া এলাকা আইয়ুব আলীর মেয়ে। তারা লেঙ্গরদী এলাকায় ভাড়া থাকেন।
স্থানীয়রা জানান, আইয়ুর আলীর স্ত্রী রাহিমা তার মেয়ে আরিফাকে নিয়ে লেঙ্গরদী এলাকার ইটভাটা এএমবি ব্রিকসের পরিত্যক্ত কাঠ বাগানে লাকড়ি কুড়াতে যান। এক পর্যায়ে পেছনে ফিরে দেখেন আরিফা নেই। পরে আশপাশ এলাকায় খোঁজ করেও তার সন্ধান পাওয়া যাচ্ছিল না। দীর্ঘ সময় খোঁজার পর বিকেলের দিকে ইটভাটার ভেতরের পুকুরে তার দেহ ভেসে ওঠে। তাকে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেল কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা কর্মকর্তা ডা. উত্তম কুমার দাশ গুপ্ত বলেন, হাসপাতালে আনার আগেই শিশুটি মারা যায়।
আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক হাওলাদার জাগো নিউজকে বলেন, কোনোরকম অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।