জুন ১৭, ২০২৫, ৫:০৭ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ২৩৯১৪৯ ১৯ বার দেখেছে

মালয়েশিয়ায় ৪ বাংলাদেশি অপহরণের দায়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি

বিশেষ প্রতিবেদক
  • আপডেট : সেপ্টেম্বর, ১৭, ২০২১, ৮:২০ অপরাহ্ণ
  • ৫৩৬ ১৯ বার দেখেছে
মালয়েশিয়ায় ৪ বাংলাদেশি অপহরণের দায়ে মৃত্যুদণ্ডের মুখোমুখি
ছবি সংগ্রহ

বাংলাদেশি এক নারী, তিনজন পুরুষ ও একজন মালয়েশিয়ান নারী মিলে মালয়েশিয়ায় এক নিরীহ বাংলাদেশিকে অপহরণ করে স্বজনের কাছে ৫০ হাজার রিংগিত (বাংলাদেশি ১০ লাখ টাকা) মুক্তিপণ দাবি করেন। এখন এই পাঁচ অপহরণকারী আদালতের বিচারে মৃত্যুদণ্ড বা যাবজ্জীবন কারাদণ্ডাদেশের মুখোমুখি হয়েছেন।

 

শুক্রবার (১৭ সেপ্টেম্বর) বিকেলে এই তথ্য প্রকাশ করেছে দেশটির জাতীয় দৈনিক ‘সিনার হারিয়ান’। এই পাঁচ অপহরণকারীকে মালয়েশিয়ার কাজাং ম্যাজিস্ট্রেট আদালতে শুনানির জন্য হাজির করা হয়েছিল।

 

পত্রিকাটির প্রতিবেদনে আরও বলা হয়, গত ৩০ আগস্ট রাতে জালান দামাই মেওয়াহ ১ এর পাসার মিনি মার্কেটের (মুদির দোকান) সামনে থেকে বাংলাদেশি সোহেল রানা (৩৯) নামে এক যুবককে অপহরণ করে এই পাঁচ অপহরণকারী। অভিযোগ পেয়ে স্থানীয় পুলিশ কাজাং টেকনোলজি শহরের একটি বাড়ি থেকে সোহেলকে উদ্ধার করা হয়।

 

অপহরণকারীরা হলেন- বাংলাদেশি নাগরিক রায়হান হোসেন (২৮), সোরাফ মিয়া (৩৩), নুসরাত জাহান বিপাশা (২৬), মো. জসিম (৩২) ও তার মালয়েশিয়ান স্ত্রী ফরিদাহ জিয়া স্লী রমেশ (২৭)।

 

তাদের বিরুদ্ধে মালয়েশিয়ার অপহরণবিরোধী আইন ১৯৬১ এর ৩য় ধারার (ক) উপ-ধারায় স্থানীয় পুলিশ অভিযোগ দায়ের করেছেন। এই ধারায় তাদের অপরাধ প্রমাণিত হলে আদালত মৃত্যুদণ্ড কিংবা যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দিতে পারেন এবং সঙ্গে দোররা মারার আদেশও হতে পারে বলে আদালত সূত্রে জানা গেছে।

 

বিচারক নুরুল হুসনাহ আমরানের বেঞ্চে মামলাটি পরিচালনা করা হচ্ছে। আসামি মো. রায়হান ও জসিমের পক্ষের আইনজীবী ছিলেন মিস্টার তান চেং ইয়েং এবং অন্য তিন আসামির পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিল না।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress