fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, বিকাল ৩:৫০

মালদ্বীপে শরীয়তপুরের প্রবাসীদের উদ্যোগে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা।

মোহাম্মদ মাহামুদুল মালদ্বীপ প্রতিনিধি
  • আপডেট : জুন, ২৬, ২০২২, ৯:৪২ অপরাহ্ণ
  • ২২২ ০৯ বার দেখা হয়েছে
মালদ্বীপে শরীয়তপুরের প্রবাসীদের উদ্যোগে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা।

নীল পানির দেশ মালদ্বীপ, হাজার হাজার মাইল দূরে মালদ্বীপে শরীয়তপুরের প্রবাসীদের উদ্যোগে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা।

 

শনিবার (২৫ জুন) মালদ্বীপে বাংলাদেশী মালিকানাধীন হোটেল সিক্সটি সিক্স এ এক আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।

 

শরীয়তপুরের কৃতিসন্তান ,মোঃ আবুল কালাম আজাদ,  এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুরের কৃতি সন্তান, মালদ্বীপের বিশিষ্ট ব্যাবসায়ী ও  মালদ্বীপ আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব  দুলাল মাতবর।

 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মোহাম্মদ দুলাল হোসেন, চেয়ারম্যান ভিউ কনস্ট্রাকশন ও সাধারণ সম্পাদক মালদ্বীপ আওয়ামীলীগ, মোঃ হান্নান খাম  করিব, লোকাল ডাইরেক্টর, এনবিএল মানিটান্সফার  মালদ্বীপ,

 

মোঃ হাজী সাদেক সিনিয়র সহ সভাপতি মালদ্বীপ আওয়ামীলীগ, নুরে আলম রিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক মালদ্বীপ আওয়ামীলী,

মালদ্বীপে শরীয়তপুরের প্রবাসীদের উদ্যোগে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক সন্ধ্যা।

নুরে আলম ভুইয়া, ক্রীয়া বিষয়ক সম্পাদক মালদ্বীপ আওয়ামীলীগ,মোঃ গাজী  জাহিদ, অথ বিষয়ক সম্পাদক মালদ্বীপ আওয়ামীলীগ,

 

বক্তারা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্যবহুল ও আবেগঘন বক্তৃতা সবাইকে অনুপ্রানিত ও দেশ প্রেমের চেতনায় উদ্বুদ্ধ করে। নিজস্ব অর্থায়নে এরকম একটি ঐতিহাসিক, জটিল ও সুন্দর স্থাপত্য নির্মানের জন্য সবাই প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জ্ঞাপন করেন। বিশ্ববাসীর কাছে আমাদের মাথা উচু হয়েছে। আমরা বাঙ্গালী জাতি আমরা বিজয়ী জাতি। আমরা নিজের পায়ে দাড়িয়েছি তা সম্বব হয়েছে আমাদের নেত্রী শেখ হাছিনার জন্য।এর আগেও আমরা বিজয়ী হয়ে ছিলাম ১৯৭১ এ, আমাদের সে বিজয় ছিনিয়ে এনে দিয়েছিল আমাদের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মজিবর রহমান। ধন্যবাদ প্রধানমন্ত্রীকে।

 

পরিশেষে উপস্থিত সবাই মিলে একটি কেক কাটার মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে। বাংলাদেশের অপ্রতিরোধ্য অর্থনৈতিক অগ্রযাত্রায় এই পদ্মা সেতু বিশেষ সহায়ক ভূমিকা পালন করবে বলে সবাই মন্তব্য করেন

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell