fbpx
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, রাত ২:১৬

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনায় আক্রান্ত

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : এপ্রিল, ২৭, ২০২২, ৩:৫৭ অপরাহ্ণ
  • ১৯৪ ০৯ বার দেখা হয়েছে
মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস করোনায় আক্রান্ত
ছবি: সংগ্রহীত

মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের করোনায় আক্রান্ত হয়েছে। হোয়াইট হাউজের পক্ষ থেকে এবং আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

 

মঙ্গলবার এক বিবৃতিতে ভাইস প্রেসিডেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, সম্প্রতি প্রেসিডেন্ট বাইডেন বা তার স্ত্রী জিল বাইডেনের সান্নিধ্যে আসেননি কমলা হ্যারিস। গত কয়েকদিন ধরেই প্রেসিডেন্ট এবং ফার্স্ট লেডির ভ্রমণের সময়সূচির কারণে তাদের মধ্যে সেভাবে সাক্ষাত হয়নি।

 

ভাইস প্রেসিডেন্টের মুখপাত্র ক্রিসটিন অ্যালেন বলেন, র্যাপিড এবং পিসিআর টেস্টে ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিসের করোনা শনাক্ত হয়েছে। তার কোনো লক্ষণ ধরা পড়েনি। কিন্তু তিনি আইসোলেশনে থাকবেন এবং ভাইস প্রেসিডেন্টের কার্যালয় থেকেই নিজের দায়িত্ব পালন করবেন।

 

চলতি মাসের শুরুর দিকে হোয়াইট হাউজের স্পিকার ন্যান্সি পেলোসিসহ মার্কিন মন্ত্রিসভার শীর্ষ সদস্য এবং বেশ কয়েকজন শীর্ষ আইনপ্রণেতা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

 

এছাড়া কমলা হ্যারিসের স্বাসী ডোগলাস এমহফ এবং হোয়াইট হাউসের বেশ কয়েকজন কর্মকর্তাও গত কয়েক সপ্তাহে করোনায় আক্রান্ত হয়েছেন।

 

তবে হোয়াইট হাউজে অনেকেই করোনায় আক্রান্ত হলেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এখনও করোনা থেকে মুক্ত আছেন।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell