বন্দর বাগবাড়িতে আলোচিত বাবু হত্যাকাণ্ডের ঘটনায় নাসিক ২৩ নং ওয়ার্ডের কাউন্সিলর আশা সহ কয়েকজনের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের হয়। যার মামলা নাম্বার০৭(০৫)২২,ধারা-৩০২/২০১/১০৯। সেই মামলার বাদী নিহত বাবুর মা লিলি বেগম। গত ২০/০৯/২২ ইং তারিখে বর্ণিত এই মামলার ধার্য তারিখ ছিল।
বাদী লিলি বেগম জানান, আমি ধার্য শুনানিতে জেলা ও দায়রা জজ আদালতে উপস্থিত হইয়া উক্ত মামলার বিবাদীদের জামিন আবেদন বাতিল করার জন্য আবেদন করি। জামিন শুনানি কালীন অবস্থায় ভিতর থেকে এজলাসে ডাক দিলে আমি দরজার সামনে যাওয়া মাত্রই এই হত্যা মামলার বিবাদীরা আমাকে বলে এজলাসে প্রবেশ করিয়া জামিনে বাধা দিলে তোকে খুন করিয়া ফেলিবো এবং আমি যদি মামলা তুলে না নেই আমার ছেলের মত অনুরূপভাবে পরিবারের যে কোনো সদস্যদের জীবন শেষ করিয়া ফেলিবে।
লিলি বেগম নারায়ণগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের মধ্যে এই হুমকি পাওয়ার পর প্রাণনাশের ভয়ে আতংকিত হইয়া নাসিক ২৩নং ওয়ার্ডের কাউন্সিলর আশা সহ আফজাল, জিপু, শহিদুল ইসলাম ওরফে শইক্কা, আমিনুল, ইমরান ও সাগরের বিরুদ্ধে ফতুল্লা থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। যাহার জিডি নাম্বার : ১৮১৯ – ২১/৯/২০২২ ইং।