fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৮:৩৬

আরও ৩ মামলায় জামিন পেলেন মামুনুল হক

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : মে, ৯, ২০২৩, ১০:৩৪ অপরাহ্ণ
  • ৫১ ০৯ বার দেখা হয়েছে
আরও ৩ মামলায় জামিন পেলেন মামুনুল হক

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির যুগ্ম মহাসচিব মামুনুল হককেআর তিনটি মামলায় জামিন দিয়েছেন হাইকোর্ট। তিনর মধ্যে দুটি মামলা সিদ্ধিরগঞ্জ ও একটি সোনারগাঁও থানার।

 

মঙ্গলবার (৯ মে) হাইকোর্টের বিচারপতি মো. হাবিবুল গনি ও বিচারপতি আহমেদ সোহেলের সমন্বয়ে গঠিত বেঞ্চ মামুনুল হকের জামিন আবেদন মঞ্জুর করে আদেশ দেন। মামুনুল হকের আইনজীবী সগীর হোসেন লিয়ন গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

 

আদালতে আজ জামিন আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। তার সঙ্গে ছিলেন আইনজীবী সগীর হোসেন লিয়ন ও আবু রায়হান। রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মোহাম্মদ মেহেদী হাছান চৌধুরী।

 

মামুনুল হকের আইনজীবীরা জানান, হেফাজতে ইসলামের সাবেক এ নেতার বিরুদ্ধে ৪১টি মামলা রয়েছে। এর মধ্যে ১৭ মামলায় তিনি জামিন পেয়েছেন। আজ আরও তিন মামলায় তিনি জামিন পেলেন। মামুনুল হকের কারামুক্তির জন্য আরও ২১ মামলায় জামিন পেতে হবে।

 

এদিকে, মঙ্গলবার হাইকোর্ট মামুনুল হককে যে তিন মামলায় জামিন দিয়েছেন, সেগুলো সব ২০২১ সালে দায়ের করা। মামলাগুলো পুলিশের সঙ্গে সংঘর্ষ ও ভাঙচুরের অভিযোগের মামলা।

 

উল্লেখ্য, ২০২১ সালের ১৮ এপ্রিল মোহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়া মাদরাসা থেকে মামুনুল হককে গ্রেফতার করে পুলিশ। এরপর থেকে তিনি কারাগারে রয়েছেন। মামুনুলের বিরুদ্ধে ৪১ মামলার মধ্যে মতিঝিল থানায় চারটি, পল্টন থানায় ৯টি, নারায়ণগঞ্জের সোনারগাঁও থানায় তিনটি, সিদ্ধিরগঞ্জে তিনটি, হাটহাজারী মডেল থানায় আটটি, খুলনার সোনাডাঙ্গা থানায় একটি, কুমিল্লার চান্দিনা থানায় একটি, রাজধানীর ভাটারা থানায় একটি, মোহাম্মদপুর থানায় একটি, দারুস সালাম থানায় পাঁচটি ও মিরপুর মডেল থানায় তিনটি। এছাড়া তার বিরুদ্ধে ঢাকার বিশেষ ট্রাইব্যুনালেও দুটি মামলা রয়েছে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell