fbpx
৯ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, শনিবার, রাত ১১:১৩

মানুষের এখন চাহিদা সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক মুক্ত সমাজ: ডিসি মঞ্জুরুল

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : জুন, ২৯, ২০২২, ১০:১৬ অপরাহ্ণ
  • ১৩৭ ০৯ বার দেখা হয়েছে
মানুষের এখন চাহিদা সন্ত্রাস, জঙ্গীবাদ ও মাদক মুক্ত সমাজ: ডিসি মঞ্জুরুল

নারায়ণগঞ্জ জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ বলেছেন, ছোট বেলায় আমরা আন্দোলনের সময় দেখেছি বলত অন্ন, বস্ত্র, বাসস্থান মৌলিক চাহিদা নিশ্চিত করতে হবে। কিন্তু এখন আর ওই চাহিদার কেউ বলে না। আমরা গরবী মানুষের জন্য প্রায় অনেক ঘরবাড়ি তৈরি করে ফেলেছি। জমিও দিয়ে ফেলেছি। এখন আর ওই দাবি নেই। এখন ভিন্ন ভিন্ন দাবি।

 

এখন চাই শান্তিতে বসবাস করতে। এখন চাই সন্ত্রাস মুক্ত, জঙ্গীবাদ মুক্ত  মাদক মুক্ত  সমাজ। বাংলাদেশে সবচেয়ে বড় চেলেঞ্জ হচ্ছে আপনার আমার সন্তান তারা নিরাপদ নাই। আপনি যার জন্য এত বাড়ি গাড়ী করছেন সে এখন নিরাপদ নাই। প্রমান আমার জেলখানা নারায়ণগঞ্জে।

 

আপনি যাবেন ওইখানে ১৪শ’ থেকে ১৫শ’ আসামী আছে। আপনারা এখানে যারা আছেন আপনাদের আত্মীয় স্বজনদের ২/১ জন সন্তান ওইখানে রয়েছে নিশ্চিত। প্রায় ৮শ’ ৯শ’ বাচ্চা ওইখান থাকে। তাদেরকে দেখতে সুন্দর চেহেরা সুন্দর ইনর্ভাসিটিতে পরে বা কলেজে পড়ে। আপনারা মনে করতে পারেন ওই ছেলেটি হয়তা আমেরিকা লেখাপড়া করছে। কিন্ত সে আছে আমার জেলখানায়।

বন্দরে মাদকদ্রব্যের অপব্যবহার রোধকল্পে সামাজিক আন্দোলন গড়ে তোলার জন্য সমন্বিত কর্মপরিকল্পনা প্রণয়নে কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  বুধবার (২৯ জুন) বেলা ১১টায় বন্দর উপজেলা পরিষদের অডিটরিয়ামে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

 

বন্দর উপজেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা বি.এম. কুদরত এ খুদা সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বন্দর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজ¦ এম.এ রশীদ, উপজেলা পরিষদের সহকারি (ভ’মি) কর্মকর্তা সুরাইয়া সুলতানা,বন্দর থানা অফিসার ইনর্চাজ দীপক চন্দ্র সাহা,  সংরক্ষিত মহিলা ভাইস চেয়ারম্যান সালিমা হোসেন শান্তা ও নারায়ণগঞ্জ জেলা মাদক দ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরের উপ-সহকারি পরিচালক মোঃ মামুন প্রমুখ।

 

এ সময় জেলা প্রশাসক মো. মঞ্জুরুল হাফিজ  আরো বলেন, করোনা মাক্স পরলে ঠেকানো যায়। তিনবার টিকা নিলেও ঠেকানো যায়। বুষ্টার টিকা নিলেও ঠেকানো যায়।  আপনার সন্তান আপনার ভাই আপনার নাতি মাদক ধরলে তাকে আর ঠেকাতে পারেবন না। কারণ যেদিন সে মাদক গ্রহন করল সেদিন সে আর মানুষের দলে থাকল না। মাদকাসক্ত হয়ে তার ভিতরে আর মানবতা বোধ থাকে না।

 

আপনারা জানেন মাদকের কারনে নেশাগ্রস্থ মেয়ে বাবাকে মেরে ফেলেছে। এদেশে যত হত্যাকান্ড হয় সব এই মাদকের কারনে। এক সময় জমিজমা নিয়ে মারামারি হত। আগে বলতাম সকল গন্ডগলের মূল কারন হল জমিজমা। এখন বলি সকল গন্ডগলের মূল কারন হল মাদক।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell