fbpx
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, রাত ২:২০

মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : মে, ১৭, ২০২২, ৯:২৬ অপরাহ্ণ
  • ১২৫ ০৯ বার দেখা হয়েছে
মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ

নারায়ণগঞ্জের সোনারগাঁ থানার মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৭ মে) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিচারক বেগম সাবিনা ইয়াসমিন এ রায় ঘোষণা করেন।

কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- নরসিংদী জেলার মাধবদী থানার আব্দুল বারেক মিয়ার ছেলে মাইন উদ্দিন (৪০) ও গাজীপুর জেলার গাছা থানার শাহজাহান মিয়ার ছেলে মাসুদ রানা (৩৩)। রায় ঘোষণার সময় তারা আদালতে উপস্থিত ছিলেন।

ওই আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট জাসমীন আহমেদ বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সাক্ষীদের সাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে মাদক মামলায় দুইজনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। সেইসঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।

কোর্ট পুলিশ পরিদর্শক মো. আসাদুজ্জামান বলেন, আসামিদের উপস্থিতিতে আদালত রায় ঘোষণা করেছেন। তারা এখন কারাগারেই আছেন।

মামলা সূত্রে জানা যায়, ২০২০ সালের ২২ সেপ্টেম্বর নারায়ণগঞ্জের সোনারগাঁ এলাকার আষাড়িয়াচর থেকে ১১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ দণ্ডপ্রাপ্তদের গ্রেফতার করে র‌্যাব-১১। এসময় তাদের কাছ থেকে একটি কাভার্ডভ্যান ও মোবাইল ফোন জব্দ করা হয়।

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell