এপ্রিল ২৯, ২০২৫, ৪:৩০ পূর্বাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১৯৮৯৩৮ ১৯ বার দেখেছে

মাদক বিরোধী অভিযানে দুই কর্মকর্তাকে ছুরিকাঘাত, ঢামেকে ভর্তি

সবারকন্ঠ রিপোর্ট
  • আপডেট : নভেম্বর, ৯, ২০২২, ১০:৫৭ অপরাহ্ণ
  • ১৫৮ ১৯ বার দেখেছে
মাদক বিরোধী অভিযানে দুই কর্মকর্তাকে ছুরিকাঘাত, ঢামেকে ভর্তি
মাদক বিরোধী অভিযানে দুই কর্মকর্তাকে ছুরিকাঘাত, ঢামেকে ভর্তি

বন্দরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের অভিযান চলাকালে দুই কর্মকর্তার উপর ছুরিকাঘাতের অভিযোগ উঠেছে। বুধবার (৯ নভেম্বর) দুপুরে বন্দর সোনাচড় এলাকায় ওই ঘটনা ঘটে। তথ্যটি দৈনিক সবারকন্ঠকে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জোনের মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) মো. হাবিবুর রহমান।

 

আহতরা হলেন- শফিকুল ইসলাম (৩২) ও নাসির উদ্দিন (৩০)।

 

এসআই মো. হাবিবুর রহমান বলেন, সকাল ৭টার দিকে নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান ছিল। এতে কয়েক জনকে আটক করা হয়। পরে সংবাদে সোনাচড় গ্রামে এক মাদক কারবারিকে ধরতে তার একটি বাসায় যাই। ওই দুই সদস্য ঘরে ঢুকলে ছুরিকাঘাত করে পালিয়ে যায় মাদক কারবারি।

 

তিনি জানান, পরে আহত অবস্থায় দুজনকে নারায়ণগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নাসির উদ্দিনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। শফিকুল ইসলামকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress