“কবুতর পালুন, মাদকমুক্ত সমাজ গড়ুন”। নিজেকে ভালো রাখতে এবং মাদক মুক্ত সমাজ গড়তে কবুতর পালনের কোন বিকল্প নাই, কবুতর পালুন, মাদক মুক্ত থাকুন। কল্যান্দী পিজিয়ন ক্লাবের এ স্লোগানটি আমার ভালো লেগেছে, বললেন বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান।
তিনি আরো বলেন, আজ যারা কবুতর পালন করছেন তারা সারাক্ষণ এদেরকে নিয়েই খেলাধুলা করছে অন্য কোন বাজে নেশায় তারা আশক্ত হচ্ছেন না। এটা একটা ভালো দিক। তাই তাদেরকে বলবো আপনারা যারা কবুতর পালন করেন তারা শুনুন, কারো বা একে অন্যের কবুতর যদি তাদের কাছে চলে গেলেও তা আপনাদের কাছে রাখবেন না, যার কবুতর তাকে ফিরিয়ে দিবেন, এটার দাম কিন্তু বেশি না, তাই নিজেদের মধ্যে সম্পৃক্ততা বজায় রাখবেন। একসময় এই কবুতর দিয়েই রাজা-বাদশাগণ চিঠি আদান প্রদান করতেন, প্রেমিক-প্রেমিকারাও এই কবুতর দিয়ে চিঠি আদান প্রদান করতেন। সেই কবুতরই ২৫ কিলোমিটার দূর থেকে ছেড়ে দেওয়ার পরও তার নিজ বাসায় এসে তার মালিককে জাগান দেয় আমি এসেছি। কত সুন্দর এই দৃশ্য। তাই আপনারা কবুতর পালন করুন এবং অন্য কেও কবুতর পালতে উৎসাহিত করুন।
মহান বিজয় দিবস উপলক্ষে কল্যান্দী পিজিয়ন ক্লাব’র পক্ষ থেকে ২৫ কিলোমিটার মাদার ইনটেক কবুতর টুর্নামেন্ট’র বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও আলোচনা সভার আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানের প্রধান অতিথি বন্দর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব কাজিম উদ্দিন প্রধান এসব কথা বলেন।
৩ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৯ টায় কল্যান্দী পিজিয়ন ক্লাব’র সভাপতি মিঠু আহমেদ’র সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. সোহাগ’র সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, লাল সবুজ পিজিয়ন ক্লাব’র সভাপতি মো. আক্তার নূর।
এতে আমন্ত্রিত অতিথি উপস্থিত ছিলেন, বন্দর উপজেলা আওয়ামী লীগ’র সহ-সভাপতি আব্দুল্লাহ বাবু, যুগ্ন সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন, কলাগাছিয়া ইউনিয়ন আওয়ামী লীগ’র সাধারণ সম্পাদক একেএম ইব্রাহিম কাশেম, কল্যান্দী পঞ্চায়েত কমিটির সিনিয়র সহ-সভাপতি শামসুল হক প্রধান, সাধারণ সম্পাদক আশ্রাফ হোসেন বাচ্চু, কোষাধ্যক্ষ আনোয়ার বেপারী, নবীগঞ্জ কদম রসূল পিজিয়ন ক্লাব’র সভাপতি আবদুল আউয়াল, ঘারমোড়া পিজিয়ন ক্লাব’র সভাপতি মফিজুল ইসলাম মুন্সী প্রমুখ।