fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৭:২৭

মহানগর বিএনপির সদস্য সচিবসহ ১১জন গ্রেপ্তার: পুলিশ সুপার

নিজস্ব প্রতিনিধি
  • আপডেট : নভেম্বর, ৮, ২০২৩, ৯:৪৬ অপরাহ্ণ
  • ৩১ ০৯ বার দেখা হয়েছে
মহানগর বিএনপির সদস্য সচিবসহ ১১জন গ্রেপ্তার: পুলিশ সুপার

নারায়ণগঞ্জে বুধবার (৮ নভেম্বর) গভীর রাত থেকে সকাল পর্যন্ত বিএনপির মোট ১১জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।

 

বুধবার সকালে বিএনপির ডাকা তৃতীয় দফায় অবরোধে সাইনবোর্ডের সার্বিক পরিস্থিতি পরিদর্শনকালে পুলিশ সুপার এ কথা জানান। তিনি জানান, আজ মহানগর বিএনপির সদস্য সচিবসহ মোট ১১জনকে গ্রেপ্তার করা হয়েছে।

 

পুলিশ সুপার বলেন, আমাদের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের অবস্থা খুবই স্বাভাবিক। এই মহাসড়কে কিন্তু যাত্রীবাহী বাস, পন্যবাহী ট্রাক ও কাভার্ড ভ্যানসহ সব ধরনেইর যানবাহন চলাচল করছে। সকাল থেকে সার্বিক পরিস্থিতি ভালো আছে।

 

তিনি আরও বলেন, ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-সিলেট মহাসড়কসহ বিভিন্ন জায়গায় আমাদের ৩০টি পিকেট আছে এবং ৪২টি মোবাইল টিম কাজ করছে। এর বাইরেও আমাদের পুলিশ, র‌্যাব, বিজিবিসহ যৌথ ভাবে আমাদের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট টহল দিচ্ছে।

 

এসময় জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell