শুধুমাত্র মনুষ্যত্ব দিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমার চেয়ার কিংবা ক্ষমতার প্রতি লোভ নাই। উপড়ে উঠতে হলে কাউকে টেনে নিচে নামাতে হবে এই নীতিতে আমি বিশ্বাসী না।
কিছু মানুষের কাছে রাজনীতি মানে দেশপ্রেম নয়, জনগণের প্রতি দায়বদ্ধতা নয়। তাদের কাছে রাজনীতি মানেই হচ্ছে পায়ে পাড়া দিয়ে একটা সুষ্ঠু পরিবেশ অসুস্থ করা।
মঙ্গলবার (১০ জানুয়ারি) বিকেলে নারায়ণগঞ্জ শহরের রাইফেল ক্লাবে কালের কণ্ঠের ১৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেককাটা অনুষ্ঠানে নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমানের সহধর্মিণী ও জেলা মহিলা সংস্থার চেয়ারম্যান সালমা ওসমান লিপি এসব কথা বলেন।
লিপি ওসমান বলেন, তাদের কাছে রাজনীতি মানেই হচ্ছে পরিবেশকে কলুষিত করা এবং অযৌক্তিক ভ্যালুলেস কথাবার্তা বলা। যেগুলোর প্রতিবাদ না করাটাই সবচেয়ে শ্রেয়। সাংবাদিকরা সমাজের আয়না। সুতরাং সাংবাদিকদের মাধ্যমে আমরা সাবধান হবো, সচেতন হবো।
শামীম ওসমানের সহধর্মিণী আরও বলেন, সাংবাদিকরা যদি সোচ্চার থাকেন তাহলে সব জায়গায়ই দুর্নীতি কমে যাবে। সাংবাদিকরা যদি সোচ্চার থাকেন সমাজের অর্ধেক সমস্যা কমে যায়। কোনো অনিয়ম হলে দুর্নীতি হলে অন্যায় হলে প্রথমেই তাদের দিকে তাকাই। মাঝে মধ্যে কখনো কারও দ্বারা আশাহত হই।
কালের কণ্ঠের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি দিলীপ কুমার মন্ডলের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান চন্দনশীল, নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি হাবিবুর রহমান বাদল ও নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট হাসান ফেরদৌস জুয়েলসহ বিভিন্ন পর্যায়ের ব্যক্তিরা।