fbpx
২৯শে নভেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, বুধবার, সকাল ৭:২৬

পূব শত্রুতার জের ধরে

ভূইয়া পাড়ায় হামলায় রক্তাক্ত জখমসহ গুরুতর আহত-৪

বিশেষ প্রতিবেদক
  • আপডেট : সেপ্টেম্বর, ৩, ২০২২, ১১:১৯ অপরাহ্ণ
  • ৭৭১ ০৯ বার দেখা হয়েছে
ভূইয়া পাড়ায় হামলায় রক্তাক্ত জখমসহ গুরুতর আহত-৪

সিদ্ধিরগঞ্জ থানার ভূইয়া পাড়া এলাকায় পূব শত্রুতার জের ধরে প্রতিপক্ষের হামলায় রক্তাক্ত জখমসহ গুরুতর আহত হয়েছে ৪ জন।

 

আহতরা হলো কাজী ওয়াসিম (৩০) স্ত্রী খাদিজা বেগম (২৫), ভাগিনা মো: আনিস ও মিনু আক্তার (৩০)। ঘটনাটি ঘটেছে গত শুক্রবার রাত ১১ টায়। আহত মিনু নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালের জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।

 

অপরদিকে আহত কাজী ওয়াসিমের অবস্থা আশংকাজনক হওয়ায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয়েছে।এ ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানায় মিনু আক্তার বাদী হয়ে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে থানার সূত্রে জানা গেছে।

 

ঘটনার বিবরনে আহত মিনু আক্তার  জানান,  কাজী ওয়াসিম আমাদের ঘড়ে আমার পিতা মোঃ সেলিম এর সাথে টিসি পন্য নিয়ে আলোচনা করছিল। কারন কাজী মহসীন অত্র এলাকায় তার ভাই কাজী মহসিনের নেতৃত্বে টিসি পন্য ডিলারসীপ হিসেবে কাজ করছেন। এই নিয়ে আলোচনাকালীন সময়  একই থানার চৌধুরী বাড়ী বউ বাজার এলাকার সাইফুল ভূইয়ার নেতৃত্বে কালাম ভূইয়া (৩৬), জাহাঙ্গীর  ভূইয়া (৩০),  মরন মেম্বারের ছেলে পিন্টু প্রধান (৩২) ও মোঃ নাজির হোসেন ওরফে  নাইজ্জা ( ৪০) সন্ত্রাসী কায়দায় লাঠিসোটা সহ লোহার রড নিয়ে কাজী ওয়াসিম এর উপর হামলা চালায়। এতে মোঃ সেলিম তার স্ত্রী সহ মেয়ে মিনু আক্তার বাধা দিলে তাদের উপর হামলা চালায় প্রতিপক্ষরা। খবর পেয়ে কাজী ওয়াসিমের স্ত্রী খাদিজা বেগম ও ভাগিনা মো: আনিস ঘটনার স্থলে আসলে প্রতিপক্ষরা সন্ত্রাসী কায়দায় তাদের ২ জনকে  লাঠিসোটা ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। আহতদের আতচিৎকারে আশপাশের লোকজন ঘটনাস্থলে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যেতে সক্ষম হয়।

 

এ ব্যাপারে মিনু আক্তার বাদী হয়ে সিদ্ধিরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করার পরিপ্রক্ষিতে এস.আই হুমায়ুন কবীর ঘটনাস্থলে গিয়ে বিষয়টি তদন্ত করেছেন বলে তিনি জানান। অপরদিকে উল্লেখিত সন্ত্রাসীদের ভয়ে আহত সহ তাদের পরিবারের অন্যান্য সদস্যরা নিরাপওা হীনতায় ভুগছেন বলে জানান স্বজনরা।

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell