নারায়ণগঞ্জে বেগম রোকেয়া খন্দকার পৌর উচচ বিদ্যালযয়ের মাধ্যমিক পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষে মিলাদ, দোয়া ও সংর্বধনা দেয়া হয়েছে। বুধবার (১৫ জুন) নারায়ণগঞ্জের মাসদাইর বিদ্যালয়ের খেলার মাঠে ওই মিলাদ, দোয়া ও সংবর্ধনা প্রদান করা হয়।
বিদ্যালযয়ের প্রধান শিক্ষক জনাব সুলতানা বেগম রত্নার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিদ্যালযয়ের সভাপতি,বাংলাদেশ মানবাধিকার কাউন্সিলের সভাপতি এবং দৈনিক সবারকন্ঠ পত্রিকার সম্পাদক ও প্রকাশক জনাব ফয়েজ উদ্দিন আহমদ লাভলু। বিশেষ অতিথি ব্যবস্থাপনা পরিষদের সকল সদস্যবৃন্দ।
ফয়েজ উদ্দিন আহমদ লাভলু বলেন, তোমরা ছাত্র-ছাত্রীরা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্য দোয়া করবে। মাননীয় প্রধানমন্ত্রীর জন্য শিক্ষা ব্যবস্থার অনেক উন্নয়ন হয়েছে। সুন্দর সুন্দর স্কুল কলেজ নির্মান হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের কাছে আজ উন্নয়নের রোল মডেলে পরিণত হয়েছে।
তিনি আরো বলেন, সু-শিক্ষায় শিক্ষিত হতে হবে। সু-শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সেবায় কাজ করতে হবে, দেশের কল্যাণে কাজ করতে হবে।তোমারা যারা এসএসসি পরীক্ষায় অংশগ্রহন করছ তাদের জন্য আমি দোয়া করি তোমারা যেন ভালোভাবে পরীক্ষা দিতে পার। এবং শতভাগ পাশ করে এই স্কুলের নাম উজ্জল করতে পার।