fbpx
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, রাত ৪:০৩

বুড়িগঙ্গায় অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

সবাকন্ঠ রিপোর্ট
  • আপডেট : নভেম্বর, ১২, ২০২২, ১০:৫২ অপরাহ্ণ
  • ৭৩ ০৯ বার দেখা হয়েছে
বুড়িগঙ্গায় অজ্ঞাতপরিচয় যুবকের মরদেহ উদ্ধার

নারায়ণগঞ্জের ফতুল্লার বুড়িগঙ্গা নদী থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

 

শনিবার (১২ নভেম্বর) বিকেলে বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, বিকেলে বুড়িগঙ্গা নদীর পানগাঁও এলাকায় কচুরিপানার সঙ্গে এক যুবকের মরদেহ ভাসতে দেখা যায়। পরে পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করেন। তবে ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। বেশ কিছুদিন আগের হওয়ায় চেহারা বিকৃত হয়ে গেছে। তার পরনে ছিল জিনসের প্যান্ট ও ফতুয়া।

 

পাগলা নৌপুলিশের উপ-পরিদর্শক (এসআই) শাহজাহান সাজু বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell