জাতির জনক বঙ্গবন্ধ শেখ মুজিবুর রহমানের সাথে ছয় দফা আন্দোলনের সহযোগী কারাবন্দি নেতা বিশিষ্ট ব্যবসায়ী, একাধিক স্কুল মাদরাসার প্রতিষ্ঠাতা, মহান স্বাধীনতা যুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মহিউদ্দিন আহমদ খোকার ২৭তম মৃত্যুবার্ষিকীতে দৈনিক সবার কন্ঠ পরিবারের পক্ষ থেকে জানিয়েছেন গভীর শ্রদ্ধাঞ্জলি।
আমার শ্রদ্ধেয় পিতা যার বদৌলতে আল্লাহ আমাকে এই দুনিয়াতে এনেছেন। আজ তার ২৭ তম মৃত্যুবার্ষিকী। আমার পিতা বলে বলছি না, তিনি সত্যিই একজন ভালো মানুষ ছিলেন, এই কথা এলাকাবাসী, নারায়ণগঞ্জবাসী, বিশিষ্ট শিল্পপতিগণ, বিশিষ্ট সমাজপতিগণ, বিভিন্ন ধর্ম-বর্ণের, বিভিন্ন মসজিদ, বিভিন্ন মাদ্রাসার, বিভিন্ন ক্রীড়া সংগঠক সকলের কাছ থেকেই শুনেছি। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর ও আদরের হওয়ার কারণে কেন্দ্রীয় নেতারা আমার বাবাকে বিশেষভাবে পছন্দ করতেন। তিনি ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ। তিনি দৈনিক আজাদ পত্রিকার তৎকালীন মালিক এবং দৈনিক ইত্তেফাক পত্রিকা গঠনেও তোফাজ্জল হোসেন মানিক মিয়ার সাথে ও প্রখ্যাত সাংবাদিক এবিএম মুসার সাথে তার আন্তরিক ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আজ তার ২৭তম মৃত্যুবার্ষিকীতে দৈনিক সবারকন্ঠ পত্রিকার পক্ষ থেকে রঙিন ৪ পৃষ্ঠা ক্রোড়পত্র প্রকাশ করতে পেরে আমি ভীষণ আনন্দিত ও গর্বিত। যারা এতে বিভিন্ন বাণী এবং লেখা দিয়ে সার্বিক সহযোগিতা করেছেন তাদের প্রতি আমি আন্তরিক কৃতজ্ঞ। তাদের এই ঋণ আমি কোনদিন শোধ করতে পারব না।