আড়াইহাজারে বিয়ের প্রলোভন দেখিয়ে, মাদ্রাসা ছাত্রী কিশোরীকে একাধিকবার ধর্ষণের অভিযোগে কার মামলার আসামী উজ্জল (২২)কে গ্রেফতার করেছে র্যাব-১১। শনিবার (২৬ নভেম্বর) রাজধানীর যাত্রাবাড়ির ধলপুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত উজ্জল আড়াইহাজার উপজেলার ধন্দী গ্রামের হানিফা মিয়ার ছেলে। মামলা হওয়ার পর সে আত্মগোপনে চলে যায়।
র্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভিকটিম একজন মাদ্রাসার ছাত্রী। মাদ্রাসায় আসা যাওয়ার পথে গ্রেফতারকৃত আসামী তাকে প্রথমে উত্যক্ত ও একপর্যায়ে প্রেম নিবেদন করে। ভিকটিম তার প্রস্তাব ঘৃনতার সাথে প্রত্যাখান করেন। ৩ মাস আগে আসামীসহ তার অন্যান্য সহযোগিরাহস ভুক্তভোগীকে বিভিন্ন উপায়ে ফুসলাইয়া আসামী উজ্জলের বাসায় নিয়ে আসে। পরে বিভিন্ন ধরনের ভয়ভীতি দেখিয়ে জোর পূর্বক ধর্ষণ করে। এ ঘটনার পর আসামী ওই মাদ্রাসা ছাত্রীকে বিয়ের মিথ্যা প্রতিশ্রুতি দেয়, যার ফলে মেয়েটি ধর্ষণের ঘটনাটি মান সম্মানের ভয়ে গোপন রাখে।
তিনি আরও জানান, এভাবে মিথ্যা প্রতিশ্রুতি ও ভয়ভীতি প্রদানের মাধ্যমে প্রায়ই ওই ছাত্রীকে ধর্ষণ করতো। তবে কিছুদিন যাওয়ার পর আসামীর সাথে যোগাযোগ করে বিয়ের কথা বললে, আসামী উজ্জল বিয়ে করবে না বলে জানায়।
র্যাব জানায়, ঘটনায় মাদ্রাসা ছাত্রীর মা বাদী হয়ে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-৩৪ তারিখ ২৪ নভেম্বর ২০২২। ধর্ষণের পর হতে এজাহারনামীয় আসামী উজ্জল (২২) আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র্যাব-১১ উজ্জলকে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান করে ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামী বর্ণিত ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়ার জন্য সংশ্লিষ্ট থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।