সাতক্ষীরায় রোববার (২৯ আগস্ট) দুপুরে পুলিশের স্টিকার লাগানো একটি প্রাইভেটকার থেকে সাড়ে তিন হাজার পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে র্যাব-৬।
র্যাব-৬ কোম্পানি কমান্ডার মো. ইশতিয়াক হোসাইন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানান, সাতক্ষীরা সদর উপজেলার সুন্দরবন টেক্সটাইল মিলের সামনে চেকপোস্ট বসায় র্যাব। সন্দেহজনক (ঢাকা-মেট্রো-গ-১৬-০১৫৬) একটি প্রাইভেটকার থামিয়ে তল্লাশি চালায়। পরে তাদের দেহ তল্লাশি করে তিন হাজার ৪৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, মধ্যকাটিয়া এলাকার মৃত আরশাদ হোসেনের ছেলে মাহফুজ আরিফ অপু (২৮), বাটকেখালী রামদেবপুর এলাকার রেজাউল ইসলামের ছেলে মো. রায়হান বিপ্লব (২৮) ও শহরের গরেরকান্দা এলাকার মৃত দেসের গাজীর ছেলে মো. আনিছ গাজীকে (৩৫)।
র্যাব আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আসামিদের সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।