জানুয়ারী ১৯, ২০২৫, ১:৫৯ অপরাহ্ন
Shahalam Molla
  • আপডেট : মার্চ, ৩০, ২০২৪, ৯:৩৬ অপরাহ্ণ
  • ১১৩৭৪৩ ১৯ বার দেখেছে

বিকেলের নাস্তায় মুখে লেগে থাকার মত মজাদার রেসেপি হল ছানার পুডিং

সবার কন্ঠ ডেস্ক
  • আপডেট : আগস্ট, ২৪, ২০২১, ১২:১৬ পূর্বাহ্ণ
  • ৩৮০ ১৯ বার দেখেছে
বিকেলের নাস্তায় মুখে লেগে থাকার মত মজাদার রেসেপি হল ছানার পুডিং

 

নানি ,দাদি দের কাছ থেকে আমরা দেখে এসেছি বিকেলের নাস্তায় নতুন নতুন মজাদার খাবার তৈরি করা হত। মেহমান আসলে বা কোন উৎসবে এই পুডিংতৈরি করা হত। পুডিংতৈরির রেসেপি নিচে দেওয়া হল।

 

 

উপকরণ :

  • ১ কাপ ছানা
  • ৩ টা ডিম
  • ১ কাপ চিনি
  • ১ কাপ ঘনদুধ
  • ভেনিলা আধা চা চামচ

প্রস্থুত প্রণালী:

সব উপকরণ একটা বাটিতে একসাথে নিয়ে ভালকরে মিক্স করে নিতেহবে। পুডিং বসানোর পাএতেডেলে নিতেহবে। তারপর নিতেহবে।চুলায় একটা হাড়ি বসাতে হবে এবং ১কাপ পানি দিয়ে একটা ইস্টিলের স্টেন্ড রেখে তার উপর বাটি রেখে উপরে ডাকনা দিয়ে ৩০ মিনট ভাপে রাখতে হবে । এবার পুডিং হয়েগেলে নামিয়ে নিতেহবে। ঠান্ডা করে পরিবেশন করতে হবে।

 

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন
      
 
   

এ খবরটি আপনার বন্ধুকে শেয়ার করুন

এ বিভাগের আরো খবর
© All rights reserved © 2020 sabarkantho
Design & Developed BY:Host cell BD
asterpress