fbpx
৪ঠা ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, সোমবার, রাত ১:৩৯

বার কাউন্সিলের উত্তীর্ণ, আইনজীবী হলেন ৫ হাজার ৯৭২ জন

বিশেষ সংবাদদাতা
  • আপডেট : সেপ্টেম্বর, ২৫, ২০২১, ৯:৩৬ অপরাহ্ণ
  • ২৬১ ০৯ বার দেখা হয়েছে
বার কাউন্সিলের উত্তীর্ণ, আইনজীবী হলেন ৫ হাজার ৯৭২ জন

 

 

বার কাউন্সিলে ৫ হাজার ৯৭২ জন আইনজীবী হিসেবে অন্তর্ভুক্তির (এনরোলমেন্ট) পরীক্ষায় চূড়ান্তভাবে উত্তীর্ণ হয়েছেন । এখন থেকে তারা নিয়মিত আদালতে আইনজীবী হিসেবে প্র্যাকটিস করতে পারবেন।

 

(২৫ সেপ্টেম্বর) শনিবার বিকেলে বার কাউন্সিলের সচিব রফিকুল ইসলাম গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এর আগে তারা লিখিত, মৌখিক এবং এমসিকিউ- এই তিন ধাপে পরীক্ষা দিয়েছেন।

 

গত ৩১ আগস্ট থেকে সুপ্রিম কোর্ট অডিটোরিয়াম ও সুপ্রিম কোর্ট জাজেস স্পোর্টস কমপ্লেক্সে ধাপে ধাপে মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়। পরীক্ষায় প্রায় ৬ হাজারের মতো শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

 

বার কাউন্সিলে তালিকাভুক্তির জন্য এর আগে লিখিত পরীক্ষায় ১৩ হাজারের মতো শিক্ষানবিশ আইনজীবী অংশ নেন।

 

৭০ হাজার শিক্ষানবিশ আইনজীবী এর আগে এমসিকিউ পরীক্ষায় অংশ নেন। তাদের মধ্যে এমসিকিউতে উত্তীর্ণ হন মাত্র আট হাজার ৭৬৪ জন। এছাড়া ২০১৭ সালে ৩৪ হাজার শিক্ষার্থীর মধ্য থেকে লিখিত পরীক্ষায় দ্বিতীয় ও শেষবারের মতো বাদ পড়া তিন হাজার ৫৯০ শিক্ষার্থীসহ মোট ১২ হাজার ৮৭৮ জন লিখিত পরীক্ষায় অংশ নেন।

 

 

সংবাদটি শেয়ার করে সবাই কে দেখার সুযোগ করে দিন

এ বিভাগের আরো খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা বা ছবি অনুমতি ছাড়া নকল করা বা অন্য কোথাও প্রকাশ করা সম্পূর্ণ বেআইনি সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত  © ২০২১ সবার কন্ঠ
Design & Developed BY:Host cell BD
ThemesCell