বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) নারায়ণগঞ্জ জেলা শাখার নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচন শেষে নব নির্বাচিতদের নাম ঘোষনা করা হয়েছে। বুধবার (২১ ডিসেম্বর) দুপুরে চাষাড়াস্থ এসোসিয়েশনের কার্যালয় এ নির্বাচন সম্পন্ন হয়। বতর্মান কমিটির সভাপতি হাবিবুর রহমান শ্যামলের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে নির্বাচন কমিশনার হিসেবে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক শীতলক্ষ্যার সম্পাদক আরিফ আলম দিপু নব নির্বাচিতদের নাম ঘোষণা করেন। নব নির্বাচিত সভাপতি এনামুল হক সিদ্দিকী, সহ-সভাপতি সহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক কে এইচ মিলন, যুগ্ম সম্পাদক হাসান উল রাজিব, সাংগঠনিক সম্পাদক আরিফুর রহমান, অর্থ সম্পাদক কাইয়ুম খান, প্রচার ও প্রকাশনা সম্পাদক শহিদ হোসেন, ক্রীড়া সম্পাদক সোহেল রানা, নির্বাহী সদস্য মাহমুদ হাসান কচি ও বিশাল আহমেদ।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট এসোসিয়েশন (বিপিজেএ) কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত সভাপতি নাসিম সিকদার, ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জীবন আমির, জেলা কমিটির কেন্দ্রীয় আহবায়ক বাবুল তালুকদার, কেন্দ্রীয় কমিটির সাধারন সদস্য এম এ বাতেন, সাজ্জাদ নয়ন ও দৈনিক দিনকালের জেলা প্রতিনিধি এম আর কামাল। আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা কমিটির সাবেক সভাপতি তাপস সাহা, বতর্মান কমিটির সহ-সভাপতি পাপ্পু ভট্টাচার্য্য, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম সবুজ, অর্থ সম্পাদক কাজী আলমাছ, সাবেক সহ সভাপতি আমির হোসেন ও সাবেক যুগ্ম সম্পাদক মোক্তার হোসেন।